‘আমি কলকাতার অন্ধগলি থেকে, মুম্বইয়ের ফুটপাত থেকে লড়ে এখানে এসেছি, কী বলব বুঝতে পারছি না…’, ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান, দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হতে চলেছেন ‘মহাগুরু’। সংবাদ মাধ্যমের মুখোমুখি হতেই আবেগঘন হয়ে পড়লেন মিঠুন চক্রবর্তী। কেমন অনুভূতি হচ্ছে? তিনি জানালেন, ‘আমার কাছে না শব্দ আছে, না আমি হাসতে পারছি না খুশিতে কাঁদতে পারছি। একটা কলকাতার অন্ধগলি থেকে উঠে আসা ছেলে, মুম্বইয়ের ফুটপাতে থেকে লড়ে আজ এখানে এসেছি। এমন একজন এত বড় সম্মান পেলে সে কী বলবে বুঝে উঠতে পারে না। আমি বাকরুদ্ধ হয়ে পড়েছি। এইটুকুই বলছি এই সম্মান আমি আমার পরিবার এবং পুরো পৃথিবী জুড়ে আমার যত ভক্ত রয়েছেন, তাঁদেরকে উৎসর্গ করলাম।’