More
    Homeবিনোদনভালবাসা দিবস না 'ছাবা দিবস', কার জোর বেশি ছিল গত শুক্রবার, ১৪...

    ভালবাসা দিবস না ‘ছাবা দিবস’, কার জোর বেশি ছিল গত শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি?

    ভালবাসা দিবস না ‘ছাবা দিবস’, কার জোর বেশি ছিল গত শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি? বক্স অফিসেই বা কতটা সাড়া ফেলল ভিকি কৌশল? ছবির প্রচারে এসে বারবার ভিকি সবাইকে জানান দিয়েছেন, এই বছর ভালবাসা দিবস নয়, পালিত হবে ‘ছাবা দিবস’। তবে, ভিকির কথা কতটা রাখতে পেরেছে ভক্ত মহল?

     

    গত শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে, ভিকির নতুন ছবি ‘ছাবা’। প্রথমদিনেই যা রেকর্ড গড়েছে বক্স অফিসে, তা উল্লেখযোগ্য। শুরুর দিনই ৩০ কোটির গণ্ডি পার করে ফেলেছে ‘ছাবা’, যা ছাড়িয়েছে একাধিক ছবির প্রথম দিনের আয়। এর আগে ভিকি কৌশলের ছবি ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ৮.২০ কোটি টাকা আয় করেছিল। তবে সেই আয়কে এবার ছাপিয়ে গেল ভিকির নতুন ছবি ‘ছাবা’। যা চলতি বছরের সবচেয়ে বড় ‘ওপেনার’ হিসেবে সাড়া ফেলেছে। এমনকি, অক্ষয় কুমারের ‘স্কাই ফোর্স’কেও পেছনে ফেলে দিয়েছে ‘ছাবা’।

     

    ‘ছাবা’ একটি ঐতিহাসিক ‘অ্যাকশন’ ছবি। যা মারাঠা রাজা ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের উপর ভিত্তি করে নির্মিত। যে চরিত্রে অভিনয় করেছেন ভিকি। লক্ষ্মণ উতেকর পরিচালিত এবং ম্যাডক ফিল্মসের অধীনে দীনেশ ভিজান প্রযোজিত এই ছবিতে অভিনয় করেছেন রশ্মিকা মন্দানা এবং অক্ষয় খান্না-সহ আরও অনেক অভিনেতা অভিনেত্রী। ছবিতে মহারানি ইসুবাই ভোঁসলের চরিত্রে নজর কেড়েছেন দক্ষিণী অভিনেত্রী। ছবির আবহ সঙ্গীত রচনা করেছেন এ. আর. রহমান।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments