আট ম্যাচ হারের পর এক ড্র ইস্টবেঙ্গলের। ৮৫০০ ফুট উচ্চতায় খেলতে গিয়েও এইটুকুই অক্সিজেন। মঙ্গলবার বসুন্ধরা কিংসের বিরুদ্ধে খেলবে লাল হলুদ ব্রিগেড। এএফসি চ্যালেঞ্জ লিগে আগের ম্যাচ পারো এফসির বিরুদ্ধে খেলাতেই অস্কার ব্রুজো বুঝেছেন, রোগ সারেনি দলের। ভুরি ভুরি গোল মিস, গোল খাওয়াও আটকানো যায়নি। অন্যদিকে, লাল হলুদ সমর্থকরা তাকিয়ে, কবে জয় আসবে তারজন্য। বসুন্ধরা কিংসের বিরুদ্ধে ক্লিনিকাল আক্রমণের পাশাপাশি ডিফেন্সের এই দুর্বলতা মেরামত করাই অস্কারের সামনে আপাতত বড় চ্যালেঞ্জ। প্রথম ম্যাচ ইস্টবেঙ্গল ড্র করলেও, নেজমে এসসি-র বিরুদ্ধে বাংলাদেশের বসুন্ধরা কিংস ০-১ ব্যবধানে হেরেছে। তাই রন্ধ্রে রন্ধ্রে চেনা বসুন্ধরার বিরুদ্ধে জয়ের দিকেই তাকিয়ে সেই ক্লাবেরই প্রাক্তন কোচ অস্কার ব্রুজো। তিনি ভালভাবেই জানেন, এই ম্যাচে জিততে পারলে তাদের শেষ আটে ওঠার সম্ভাবনাও থাকবে।