মনমোহন সিংকে গানের অনুষ্ঠান উৎসর্গ করলেন দিলজিৎ দোসাঞ্জ। সম্প্রতি দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে শোকস্তব্ধ রাজনীতি থেকে ক্রিড়া জগত। তাঁর মৃত্যু মেনে নিতে পারছেন না বিনোদন জগতের তারকারাও। তালিকায় রয়েছে দিলজিতের নামও। এ বার নিজের গানের অনুষ্ঠানই উৎসর্গ করে বসলেন প্রাক্তন প্রধানমন্ত্রীকে। রবিবার গুয়াহাটিতে ছিল সেই ‘দিল লুমিনাটি’ ট্যুরের শেষ অনুষ্ঠান। গত কয়েক মাস ধরেই সারা দেশ ঘুরে অনুষ্ঠান করে চলেছেন গায়ক। শেষ অনুষ্ঠানে মনে করলেন মনমোহন সিং-এর কথা। রবিবার রাতে ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন দিলজিৎ নিজেই। তিনি বলেন, ‘ওঁর সফরের দিকে তাকালে বুঝতে পারি তিনি খুবই সাধারণ এক জীবনযাপন করেছেন। আর কেউ কখনও তাঁকে খারাপ কিছু বললেও তিনি কখনও তাঁর পাল্টা উত্তর দেননি।’