ছোট্ট হাতের পাশে রাখা মায়ের হাত। হাতের স্বর্ণ কঙ্কনে হীরে দিতে খচিত একটি নাম। ‘মাতারা’! হ্যাঁ, এটাই জনপ্রিয় পোশাকশিল্পী মাসাবা গুপ্তর কন্যার নাম। মেয়ের নাম লেখা গয়নাই হাতে পরেছেন পোশাকশিল্পী। এই ভাবেই মেয়ের নাম প্রকাশ্যে আনলেন নীনা গুপ্তের কন্যা। এখন প্রশ্ন হল, ‘মাতারা’ নামের অর্থ কী? এই নামের মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন তারাপীঠের মা তারার কথা? নিজেই অবশ্য খোলসা করছেন মাসাবা। তিনি জানান, ‘এই নামের মাধ্যমে বোঝানো হয় হিন্দু ধর্মের ন’জন দেবীর পবিত্র নারীশক্তি, পরাক্রম, জ্ঞান। আর সেই সঙ্গে বোঝায় আমাদের চোখের মণিও।’