ডিভিসির জল ছাড়ার জন্য দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা দেখা দিয়েছে। বন্যা কবলিত এলাকা গুলির মধ্যে ঘাটালেও বন্যা দেখা দেয়। ঘাটাল সাংসদ দেব ত্রাণ সামগ্রী পৌঁছে দেন বন্যা সন্ত্রস্ত এলাকাবাসীদের কাছে। মন্ত্রী ও সাংসদের কাছ থেকে ত্রাণ সামগ্রী নেওয়ার জন্য হুড়োহুড়ি ও কাড়াকাড়ি পরে যায়। এই প্রসঙ্গে, ব্লক তৃণমূল সভাপতি দিলীপ মাজি বলেন, ‘শুধু ঘাটাল ব্লকে ২৮ হাজার পরিবার বন্যা কবলিত। একই পরিবারের একাধিক জন এসে ভিড় করছেন। মানুষের চাওয়া পাওয়ার কি শেষ আছে?’
সাত দিন আগে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ঘাটালে এসেছিলেন দেব। রবিবারও দেখলেন একই অবস্থা। জল নামেনি। এ দিন চাল, ডাল, আলু, তেল, সোয়াবিন, চিনি, চা পাতা, বিস্কুট ইত্যাদি একটি প্যাকেটে ভরে দুর্গতদের হাতে দেন তিনি। দেব বলেন, ‘যাঁরা জলবন্দি হয়ে আছেন, তাঁদের ক্ষোভ তো থাকবেই। মানুষের দাবি বা ক্ষোভ অনর্থক নয়।’ পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশিদ আলি কাদেরী বলেন, ‘প্রতিটি জায়গায় ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। রবিবার মুখ্যসচিব নিজে গাহটালে গিয়েছেন। আমাদের কাছে বন্যা পরিস্থিতি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’
ডিভিসির জলাধার থেকে প্রচুর পরিমাণ জল ছাড়া নিয়ে ইতিমধ্যে কেন্দ্র-রাজ্য সংঘাত তৈরি হয়েছে। দেব বলেন, ‘এখন কেন্দ্র-রাজ্য ঝামেলা করার সময় নয়। সবাইকে মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের প্রাণ বাঁচাতে সবাইকে এগিয়ে আসতে হবে। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সেই সময়ের পরিকল্পনার সঙ্গে বর্তমান ঘাটালের পরিস্থিতির অনেক তফাৎ রয়েছে। ওটা তিন মাসের কাজ নয়। সময় লাগবে। আমি রাজনীতিতে ফের এসেছি ঘাটাল মাস্টার প্ল্যানের জন্যই। দিদি কথা দিয়েছেন। আমার বিশ্বাস, তা বাস্তবায়িত হবে।’