‘ মুখ দেখে সরল মনে হলেও এক সময়ে বহু প্রেমিকা ছিল…’, অক্ষয় কুমারের জীবনের কিছু অজানা কথা প্রকাশ্যে আনলেন বর্ষীয়ান অভিনেত্রী গুড্ডি মারুতি। ১৯৯১-এর ছবি ‘খিলাড়ি’-তে অভিনয় করছিলেন উভয়েই। তবে শুধু পর্দার নয়, অক্ষয় নাকি বাস্তব জীবনেও ‘খিলাড়ি’। অভিনেত্রী জানান সেই সময় নাকি একাধিক প্রেমিকা ছিলেন অক্ষয়ের। যাদের মধ্যে ২-৩ জনকে ব্যক্তিগত ভাবেও চিনতেন গুড্ডি মারুতি। এখানেই শেষ নয়, অক্ষয় বহু মহিলার হৃদয়ও ভেঙেছিলেন। যার কারণেই অনেকেই ‘হার্টব্রেকার’ বলে ডাকতেন অভিনেতাকে। তবে পাশাপাশি অভিনেত্রী এও জানান অক্ষয়ের ঠিক বিপরীত মেরুতে অবস্থান করতেন গোবিন্দা। মহিলাদের দিকে মুখ তুলেও তাকানোর আগেও চিন্তা করতেন তিনি।