More
    Homeখবররাজগঞ্জ থানায় প্রতিবেশীদের বিরোধ এবং লাইসেন্স বন্দুক থেকে দু রাউন্ড গুলি ছোড়া...

    রাজগঞ্জ থানায় প্রতিবেশীদের বিরোধ এবং লাইসেন্স বন্দুক থেকে দু রাউন্ড গুলি ছোড়া কে কেন্দ্র করে চাঞ্চল্য

    রাজগঞ্জ থানায় প্রতিবেশীদের বিরোধ এবং লাইসেন্স বন্দুক থেকে দু রাউন্ড গুলি ছোড়া কে কেন্দ্র করে চাঞ্চল্য, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেন পুলিশ সুপার।

     

     

     

     

     

     

     

    ঘটনার সূত্রপাত ২৫শে মার্চ রাত ৯:০০ টা নাগাদ।রাজগঞ্জ থানার চারিয়া পাড়ায় বসবাসকারী মৃত হাকিমউদ্দিন মো. এর ছেলে আব্দুল খালেকের পরিবারের সদস্যদের সাথে একই এলাকার তার প্রতিবেশী রহমান আলীর পারিবারিক বিরোধ দেখা দেয়।

     

     

     

    এই বিরোধ ক্রমে হাতাহাতি পর্যন্ত গড়ায়ে, যার ফলে তিনজন আহত হন। ঝগড়া চলাকালীন আব্দুল খালেক তার লাইসেন্সপ্রাপ্ত ডি.বি.বি.এল. বন্দুক থেকে দুই রাউন্ড গুলি চালায় ভয় দেখানোর জন্য বলে অভিযোগ।

     

     

     

    তবে শূন্যে গুলি ছোড়ার কারনে কোনও হতাহতের ঘটনা না ঘটলেও তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়।

     

     

     

    খবর পেয়েই, রাজগঞ্জের আই সির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ছুটে যায় এলাকায় এবং পরিস্থিতি সামাল দেয়।

     

     

     

    অপরদিকে ঘটনা প্রসঙ্গে জেলার পুলিশ সুপার উমেশ খন্ড বাহালে এক বার্তায় জানিয়েছেন,আব্দুল খালেককে আটক করা হয় এবং তার লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্রটি বাজেয়াপ্ত করা হয়েছে। উভয় পক্ষ লিখিত অভিযোগ দাখিল করেছে এবং সুনির্দিষ্ট ধারায় মামলা শুরু করা হয়েছে। আহত ব্যক্তিরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।তাদের আঘাত গুরুতর নয় এবং এই ঘটনার সাথে সম্পর্কিত নতুন করে কোনো আইন-শৃঙ্খলা সংক্রান্ত সমস্যা দেখা দেয়নি।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments