রায়’-এর দেশে পাড়ি ‘পথের পাঁচালি’র ‘দুর্গা’র। প্রয়াত উমা দাশগুপ্ত। সোমবার বাইপাসের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। অভিনেত্রীর মৃত্যুতে শোকস্তব্ধ বাংলা সিনেপ্রেমীদের মন। শোক প্রকাশ করেছেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় থেকে জীতু কমল সহ অন্যান্য অভিনেতা-অভিনেত্রীরাও। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী রচনা ‘পথের পাঁচালী’কে পর্দায় ফুটিয়ে তুলেছিলেন সত্যজিৎ রায়। এই ছবির পাশাপাশি বাঙালির মনের মণিকোঠায় চিরঅমর হয়ে থাকবেন উমাদেবী।