রোহিত শর্মা ক্যাপ্টেন হয়েও খেলেলনি সিডনি টেস্ট। তাঁর সাহসীকতা ও মুগ্ধতায় ফিদা হয়েই হয়তো পোস্ট করেছিলেন বিদ্যা বালন। কিন্তু কে জানত, তাতেই নেটিজেনদের কটাক্ষের শিকার হতে হবে তাঁকে! হলেন চরম ট্রোলড! সমাজমাধ্যমে এই বলিউড অভিনেত্রী লিখেছেন, ‘রোহিত শর্মা, একজন সত্যিকারের সুপারস্টার! খানিকটা থেমে বিরতি নেওয়ার জন্য যথেষ্ট মানসিক শক্তি দরকার… আপনি আরও শক্তি সঞ্চয় করুন… আপনার জন্য সম্মান রইল’! রোহিত শর্মার পাশে দাঁড়িয়ে কার্যত সমালোচনার মুখেই পড়েছেন ‘ভুলভুলাইয়া থ্রি’ খ্যাত অভিনেত্রী। বিদ্যা সাধারণত ক্রিকেট থেকে দূরেই থাকেন। আচমকা এই পোস্টে নেটিজেনরা সন্দেহ করেন, রোহিত শর্মার পিআর-এর থেকে দেওয়া স্ক্রিপ্টই তুলে ধরেন বিদ্যা। অনেকেই বলেন, একেবারে পেইড পোস্ট করেছেন বিদ্যা! অনেকেই রোহিত শর্মার সমাজমাধ্যমও ফলো করতে বলেন তাঁকে। আবার কেউ বলেন, ‘অন্য কাউকে নিয়েও লিখতে পারতেন।’ বিদ্যা বালনের টিম অবশ্য এসব কুৎসার জবাবও দেয়। জানিয়ে দেওয়া হয়, কারয় প্ররোচনায় নয়, নিজের ইচ্ছেতেই এই পোস্ট করেছিলেন বিদ্যা বালন।