‘আমার সন্তানটা হার্টফেল করে মারা গেল…’, ফেসবুক লাইভে এসে অঝোরে কাঁদলেন অভিনেত্রী বৃষ্টি রায়। বয়স খুব বেশি নয়, বাজির কানফাটানো শব্দ সহ্য করতে পারেনি ছোট্ট হৃদয়টা। এই বাঁধনভাঙা উচ্ছ্বাসই হয়ে দাঁড়াল অভিনেত্রীর জন্য কাল। হারালেন তাঁর সন্তানসম পোষ্যকে। বছরের প্রথম দিনের সকালে লাইভে এসে কাঁদতে কাঁদতে এসে বললেন তিনি। মাকে হারানোর পর লুডোই ছিল তাঁর জীবন। কিন্তু বর্ষশেষের অভিশপ্ত রাত কেড়ে নিল তাঁকে। ৩১ ডিসেম্বর মধ্যরাতে অতিরিক্ত বাজির শব্দে হার্ট অ্যাটাক করে তার। ফেসবুকে লাইভে এসে কাঁদতে কাঁদতে বললেন, “আমার বাচ্চাটা হার্টফেল করে চলে গেল। মানুষের বাচ্চা নয়তো তাই অভিযোগ জানাতে পারব না। কিন্তু বিশ্বাস করুন কারও আনন্দে আমার আপত্তি নেই। কিন্ত এই প্রাণীগুলোর কথা ভাবুন। সহ্য করতে পারল না আমার বাচ্চাটা। বেশি বয়স হয়নি ওর। গুগল বলছে সানকুনুরা ২৫-৩০ বছর বয়স পর্যন্ত বাঁচে। কিন্তু এত বাজির শব্দ সহ্য করতে পারল না’