More
    Homeখবরশূন্য হাতে প্রথম ইনিংসে ফিরলেও, দ্বিতীয় ইনিংসে ২২ গজে বুক চিতিয়ে দাঁড়ালেন...

    শূন্য হাতে প্রথম ইনিংসে ফিরলেও, দ্বিতীয় ইনিংসে ২২ গজে বুক চিতিয়ে দাঁড়ালেন সরফরাজ

    তিনি পারবেন। তিনি পারেন। এই টেস্ট খেলারই কথা ছিল না। শুভমন চোট পেতে ভাগ্যের শিকে ছেঁড়ে। শূন্য হাতে প্রথম ইনিংসে ফিরলেও, দ্বিতীয় ইনিংসে ২২ গজে বুক চিতিয়ে দাঁড়ালেন সরফরাজ। যেমনটা ঘরোয়া ক্রিকেটে করে থাকেন। প্রথমে বিরাট কোহলির সঙ্গে, পরে ঋষভ পন্থের সঙ্গে জুটি বেঁধে শুরু করলেন রাজ করা। মুম্বইকরের ব্যাট থেকে এল প্রথম আন্তর্জাতিক শতরান। এরপরও ছুটছেন। ৫৭তম ওভারে টিম সাউদিকে বাউন্ডারি মেরে সেঞ্চুরি পূর্ণ করেন সরফরাজ। মুখে তার তৃপ্তির হাসি। ব্যাট ওপরে তুলে লাফিয়ে সেলিব্রেশনে মাতলেন সরফরাজ।সেঞ্চুরি করার পথে তার ব্যাটে এসেছে ১৩টি বাউন্ডারি ও ৩টি ছক্কা। ২০১৪ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল সরফরাজের। ঘরোয়া ক্রিকেটে একের পর এক অনবদ্য ইনিংস উপহার দেন সরফরাজ। ১০ বছর পর চলতি বছরই জাতীয় দলে অভিষেক হয়। চতুর্থ টেস্টে পেলেন শতরান। প্রতিবেদন লেখা পর্যন্ত এখনও তিনি ক্রিজে। লড়ছেন। ১২৫ নটআউট।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments