শ্রেয়স আইয়ার কি কেকেআরেই থাকছেন? এটা এখন কোটি টাকার প্রশ্নই। অবশেষে জানা গেছে, আলোচনার টেবিলে বসেছেন কেকেআর ম্যানেজমেন্ট ও শ্রেয়স আইয়ার। আইপিএল জয়ী ক্যাপ্টেনকে নাইটদের থেকে ছিনিয়ে নিতে অন্তত তিন ফ্র্যাঞ্চাইজি মুখিয়ে রয়েছেন। শ্রেয়সও ঠিক করে ফেলেছিলেন, রিটেনশনে না গিয়ে নিলামের টেবিলেই উঠবেন। কিন্তু শেষমুহূর্তে ড্যামেজ কন্ট্রোলে নেমেছে কেকেআর ম্যানেজমেন্ট। রবিবার প্রথম আলোচনা হয় শ্রেয়সের সঙ্গে। তবে রিটেনশন লিস্টে তাঁকে রাখা নিয়ে সংশয় কাটেনি। জানা গেছে, কেকেআরের রিটেনশন তালিকায় আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রিঙ্কু সিং ও হর্ষিত রানা প্রায় নিশ্চিত। মিচেল স্টার্ককে নিয়েও চলছে ভাবনা। রাইট টু ম্যাচ কার্ড দিয়ে বরুণ চক্রবর্তী, ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানার মধ্যে কাকে রাখা হবে তা নিয়েও এখনও সিদ্ধান্ত হয়নি। তবে সবচেয়ে বড় প্রশ্নই এখন ঝুলছে, শ্রেয়স আইয়ার থাকবেন কিনা!