সাইবার ক্রাইমের শিকার শ্রেয়া ঘোষাল। হ্যাক করা হয়েছে গায়িকার টুইটার অ্যাকাউন্ট। সমাজমাধ্যমে পোস্ট করে নিজেই জানিয়েছেন সেই কথা। শ্রেয়া লেখেন, ‘আমার এক্স হ্যান্ডেল হ্যাক করা হয়েছে। গত ১৩ ফেব্রুয়ারি থেকে হ্যাক হয়ে রয়েছে অ্যাকাউন্ট। আমি তাদের টিমের সদস্যদের সঙ্গে এই সমস্যা নিয়ে আলোচনা করার অনেক চেষ্টা করেছি। কিন্তু তেমন উত্তর পাইনি। আমি আমার অ্যাকাউন্ট ডিলিট করারও চেষ্টা করেছি। কিন্তু কোনও লাভ হয়নি। কারণ, আমি লগ ইন করতে পারছি না।’ সঙ্গে তিনি আরও লেখেন, ‘আপনাদের কাছে অনুরোধ, কেউ কোনও লিঙ্কে ক্লিক করবেন না এবং ওই অ্যাকাউন্ট থেকে কোনও বার্তা পাঠানো হলেও সেটা বিশ্বাস করবেন না।’