More
    Homeবিনোদন‘হাতের উপর হাত রাখা খুব সহজ নয়, সারা জীবন বইতে পারা সহজ...

    ‘হাতের উপর হাত রাখা খুব সহজ নয়, সারা জীবন বইতে পারা সহজ নয়…’ এই হাতের ওপর হাত রাখার মানুষটাকে কি জীবনে পেয়েই গেলেন পরীমণি?

    ‘হাতের উপর হাত রাখা খুব সহজ নয়, সারা জীবন বইতে পারা সহজ নয়…’ এই হাতের ওপর হাত রাখার মানুষটাকে কি জীবনে পেয়েই গেলেন পরীমণি? অভিনেত্রীর সাম্প্রতিক পোস্ট দেখে ইঙ্গিত মিলছে কিছুটা এমনই। গত বছরই বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছিলেন অভিনেত্রী। প্রাক্তন স্বামী শরিফুল রাজের জন্মদিনের দিনই মধ্যরাতে গাড়ির ভিতরে একটি ভিডিয়ো পোস্ট করলেন অভিনেত্রী। যেখানে একটি হাতের উপর দেখা যাচ্ছে আরও একটি হাত। ক্যাপশনে লেখা, ‘ হ্যাঁ, আমি নতুন করে প্রেমে পড়লাম আবার।’ ভিডিয়ো পোস্ট হতেই কমেন্ট বক্সে নানা মন্তব্যের বন্যা। অনুরাগীরা যদিও খুশিই হয়েছেন তাঁর জীবনের নতুন অধ্যায়ের সূচনা নিয়ে। তবে সেই ব্যক্তিটি আসলে কে? অনুরাগীদের এই খুশি যদিও বেশি ক্ষণ স্থায়ী থাকেনি। পরে নিজেই আরও একটি পোস্ট করে অভিনেত্রী জানান এই পুরো বিষয়টাই একটি প্র্যাঙ্ক বা মজার ছলে পোস্ট করা হয়েছিল।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments