৬০ বছর বয়সে ফের বিয়ের পিঁড়িতে! হ্যাঁ, ঠিকই পড়ছেন, ৫৫ বছরের বান্ধবীর সঙ্গে ফের বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা তথা এগ্জিকিউটিভ চেয়ারম্যান জেফ বেজোস। দীর্ঘ ৮ বছর সম্পর্ক বান্ধবী লরেন সাঞ্চেজের সঙ্গে। গত বছর কোটি টাকার হিরের আংটির বিনিময়ে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন লরেনকে। এ বার তাঁর সঙ্গেই বেজোসের বিয়ে খবরে শোরগোল সমাজমাধ্যমে। শোনা যাচ্ছে, আসন্ন বড়দিনেই ঘনিষ্ঠদের সাক্ষী রেখে এক জমকালো বিয়ের আসর বসবে বেজোস-লরেনের।