More
    Homeকলকাতাকলকাতার ঐতিহাসিক টালা ট্যাঙ্ক এবার নতুন রূপে!

    কলকাতার ঐতিহাসিক টালা ট্যাঙ্ক এবার নতুন রূপে!

    কলকাতার ১১৩ বছরের পুরনো টালা ট্যাঙ্ক এখন নতুন রূপে ঝলমলে হয়ে উঠেছে। প্রথম বিশ্বযুদ্ধের আগে কলকাতাবাসীদের জল সরবরাহের জন্য নির্মিত এই জলাধারটিতে এতদিন ধরে মরচে ধরা লোহার রংই ছিল পরিচিতি। কিন্তু এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের নীল-সাদা রঙে সাজানো হয়েছে এই ঐতিহাসিক নিদর্শন।

    কলকাতা পুরসভা প্রায় ১০০ বর্গমিটার আয়তনের এই ট্যাঙ্কের সংস্কারে ১ লক্ষ ৪০ হাজার লিটার রঙ ব্যবহার করেছে। নতুন রঙের প্রলেপের কারণে জল দূষিত না হয়, সেজন্য অতি বেগনি রশ্মি নিরোধক এবং ভিতরে মরচে নিরোধক সীসাবিহীন রঙ ব্যবহার করা হয়েছে।

    টালা ট্যাঙ্ক কলকাতার ঐতিহ্যের অংশ হলেও, এখনও ঐতিহ্যের তালিকাভুক্ত নয়।তাই রঙ করার ক্ষেত্রে কোন বাধার সম্মুখীন হতে হয়নি।

    কলকাতা পুরসভা কর্তৃপক্ষের দাবি, টালা ট্যাঙ্ক সংস্কারের পর এটি অনেক সুন্দর হয়েছে। সাধারণ মানুষও নতুন রূপে মুগ্ধ।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments