Tuesday, May 30, 2023
HomeUncategorizedআপনিও গান্ধীজীর মতোই...." কর্নাটকে কংগ্রেসের জয়ের পর রাহুলকে শুভেচ্ছা কমলের! 

আপনিও গান্ধীজীর মতোই….” কর্নাটকে কংগ্রেসের জয়ের পর রাহুলকে শুভেচ্ছা কমলের! 

 

কর্নাটকে জয় কংগ্রেসের বিজেপিকে হারিয়ে। কংগ্রেস বিধানসভা ভোটে বড়সড় ব্যবধানে জিতেছে। টুইটারে শুভেচ্ছার বন্যা ফলপ্রকাশের পরে। রাহুল গান্ধীকে অভিনন্দন জানিয়েছেন অভিনেতা কমল হাসান। তিনি রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে লেখেন,” আপনাকে আন্তরিক অভিনন্দন। গান্ধীজীর মতন আপনিও হেটে মানুষের হৃদয় পৌঁছে গিয়েছেন। তার মতো আপনিও দেখিয়েছেন নম্রতার পথে হেটেও পৃথিবীর শক্তিকে নাড়িয়ে দেওয়া যায়। ভালোবাসা ও নম্রতা দিয়েই।”

 

অভিনেতা কমল এখানেই থেমে যায়নি তিনি আরো বলেছেন,” আপনি আস্থা রেখেছিলেন যে, কর্নাটকের জনগণ বিভাজনের মানসিকতাকে ত্যাগ করবে। এবার তারা আপনার ওপর ভরসা রেখেছে। শুধুমাত্র এই জয়ের জন্য আপনাকে শুভেচ্ছা জানাবো না। যেভাবে জিতেছেন তার জন্য জানাবো।”

 

কমলো অংশ নিয়েছিলেন রাহুলের ভারত জোড়ো যাত্রায়। তারই একটি ছবি তারই লেখার সঙ্গে জুড়ে দিয়েছেন। তার এই ভারত জড়ো যাত্রা বিপুল পরিমাণে কংগ্রেসের জয়ের ভূমিকা নিয়েছেন বলে অনেকে মনে করছেন। রাহুলের এই ভারত জন যাত্রা যে যে কেন্দ্র দিয়ে গিয়েছে সেই সেই আসন কংগ্রেস পেয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments