Wednesday, June 7, 2023
HomeUncategorizedআবারও কাছাকাছি দুজনে! পুরনো সব তিক্ততা ভুলে আলিয়ার কাছে ফিরলেন নওয়াজ

আবারও কাছাকাছি দুজনে! পুরনো সব তিক্ততা ভুলে আলিয়ার কাছে ফিরলেন নওয়াজ

সবসময়ই চর্চা তুঙ্গে থাকে নাওয়াজউদ্দিন সিদ্দিকীকে নিয়ে। এখন খবর শিরোনামে রয়েছেন অভিনেতা তার দাম্পত্য কলহের জন্যই। একাধিক অভিযোগ এনেছেন স্ত্রী আলিয়া অভিনেতার বিরুদ্ধে। যদিও এখন এই সমস্ত অতীত। পুরনো সমস্ত তিক্ততা ভুলে নাওয়াজউদ্দিন সিদ্দিকি তার স্ত্রী ও সন্তানদের সঙ্গে দুবাইয়ে সময় কাটাচ্ছেন।

অভিনেতা স্ত্রী জানিয়েছেন তিনি চেয়েছিলেন দুবাইয়ে বাড়ির এগ্রিমেন্ট তার নামেই হোক। কারণ যেহেতু উনি সবটা দেবেন তাই লাগাম তার হাতেই থাকা দরকার। আদালতের নির্দেশ অনুসারে সমস্ত টাকা-পয়সায় নাওয়াজ। এবারে সমস্ত এগ্রিমেন্টও ঠিকঠাক করে নিতে হবে।এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ কথা তারা একসঙ্গে বলতে চান।

স্ত্রী জানিয়েছেন মেয়ের পছন্দ দুবাই আর তার পছন্দ ভারত। তাই কাজের সময় বুঝে তিনি দুটো জায়গায় সামলে নেবেন। আপাতত বাকি যে সমস্ত কাজগুলোই রয়েছে সেগুলি করে ফেলতে হবে। হাজারো বিতর্কের মধ্যেও নাওয়াজের কাছে ক্ষমা চেয়েছেন। স্ত্রী-আলিয়া তাই এখন চর্চার শিরোনামে রয়েছে তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments