More
    Homeঅনান্যউজ্জ্বল দাগছোপহীন ত্বক পেতে ওটমিলের ৫টি ফেইসপ্যাক

    উজ্জ্বল দাগছোপহীন ত্বক পেতে ওটমিলের ৫টি ফেইসপ্যাক

    অনেকেই হয়ত জানেন না যে ওটমিল ত্বকের ট্যান আর কালচে দাগছোপ দূর করে উজ্জ্বল দাগছোপহীন ত্বক পেতে সহায়তা করে। এটা নিয়মিত ত্বক পরিচর্যায় ব্যবহার করলে আপনার ত্বকের কালচে ভাব দূর হয়ে ত্বক আরও উজ্জ্বল হবে। সাথে সাথে স্কিনটোন আরও ফর্সা হতে বাধ্য। এছাড়া যারা মুখ ধুতে খুব ক্ষারযুক্ত সাবান বা ফেইসওয়াশ ব্যবহার করতে পছন্দ করেন না, তারা মুখ ধোয়ার জন্য ওটমিল ব্যবহার করতে পারেন কারণ এটা খুবই ভালোভাবে ত্বকের গভীর পর্যন্ত পরিষ্কার করতে পারে। আর সেইজন্যই আজ আপনাদের জন্য নিয়ে এলাম ওটমিল দিয়ে তৈরি কিছু ফেইসপ্যাকের রেসিপি যেগুলো আপনারা নিজেরাই ব্যবহার করে দেখতে পারেন ত্বকের জন্য ওটমিল আসলে কতটা কার্যকরী।

     

    উজ্জ্বল দাগছোপহীন ত্বক পেতে ওটমিলের ফেইসপ্যাক

    কোথায় পাবেন ওটমিল?

    আজকাল ওটমিল সব জায়গায় পাওয়া যায়। যে কোন সুপারশপ বা বড় মুদি দোকানে বিভিন্ন ব্র্যান্ডের ওটমিল পেয়ে যাবেন। শুধু খেয়াল রাখবেন অতিরিক্ত উৎসাহে আবার মসলা দেয়া ওটমিলের প্যাক কিনে আনবেন না যেন! ভালোভাবে প্যাকের গায়ের লেখা পরে পিওর ওটমিল কিনবেন।

     

    স্কিন হোয়াইটেনিং ওটমিল ফেইসপ্যাক

    কী কী লাগবে –

    ২ টেবিল চামচ ওটমিল

    সাধারণ দুধ ৪ টেবিল চামচ (কাঁচা বা ফুটানো দুটোই ব্যবহার করতে পারেন)

    ৪ টেবিল চামচ লেবুর রস

    উজ্জ্বল ত্বক পেতে ওটমিল, লেবু ও দুধ –

     

    কী করবেন –

    এই ফেইস প্যাকটি তৈলাক্ত ত্বকের অধিকারী সহ সব ধরনের ত্বকের রোদে পোড়া কালো ভাব দূর করার জন্য ব্যবহার করা যাবে। প্রথমে, ওট অল্প একটু পানিতে ফুটিয়ে নিন, তারপর ঠাণ্ডা করুন। আঠালো একটা মিশ্রণ পাবেন। এবার এতে পুরো দুধ আর লেবুর রস মিশিয়ে নিয়ে আপনার মুখ, হাত, পা অথবা শরীরের যেখান থেকে কালো দাগ উঠাতে চান সেখানে ব্যবহার করুন। ২০-২৫ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। খুব অল্প সময়ে কালচে ভাব ত্বক থেকে চলে যাবে।

     

    ওটমিল আর কাঠবাদামের (almond) ফেইসপ্যাক

    কী কী লাগবে –

    ২ টেবিল চামচ ওটমিল

    কাঠবাদাম (almond) – ৫টা

    ১ টেবিল চামচ মধু

    ফেইসপ্যাক মিশানোর জন্য যতটুকু দরকার ততটুকু দুধ বা টকদই

    কী করবেন –

    এই ফেইস প্যাকটা নরমাল আর ড্রাই স্কিনের জন্য বেশি ভালো হবে। স্পেশালি ত্বকে যদি বলিরেখা বা মেছতার মত এজিং এর সমস্যা থাকে তবে এটা ব্যবহারে চোখে পড়ার মত ফলাফল পাবেন।

     

    এই প্যাক বানানোর জন্য প্রথমে কাঠবাদাম ব্লেন্ডারে গুঁড়ো করে নিন বা মিহি করে পিষে নিন।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments