কোভিড সুরক্ষা বলয়ের মধ্যে দিয়ে শুরু হয়েছে ক্রিকেটের আসর । আর এবার করোনার থাবা লঙ্কা শিবিরে । শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে দুই জন করোনা আক্রান্ত হয়েছেন বলে জানানো হয়। তারা হলেন কোভিড পজিটিভ দলের হেড কোচ মিকি আর্থার এবং শ্রীলঙ্কা দলের তারকা ওপেনার লাহিরু থিরিমানে।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই ইংল্যান্ডের কাছে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হয়েছে শ্রীলঙ্কা । করোনার কারণেই বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ আগেই স্থগিত হয়ে যায়। এবার ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। তার আগে দলের সব ক্রিকেটার এবং কোচিং ও সাপোর্ট স্টাফদের কোভিড পরীক্ষা করা হয়। আর সেই পরীক্ষার রিপোর্ট প্রকাশ্যে আসতেই দেখা যায় শ্রীলঙ্কা ক্রিকেট দলের হেড কোচ মিকি আর্থার ও তারকা ওপেনার লাহিরু থিরিমানের কোভিড পজিটিভ । তারপরেই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে দুজনকেই আইসোলেশনে পাঠানো হয় । জানা যায় এদিন সব ক্রিকেটার এবং কোচিং ও সাপোর্ট স্টাফ মিলিয়ে মোট ৩৬ জনের RT PCR-টেস্ট করা হয় । আর তাতেই দুইজনের রিপোর্ট পজেটিভ আসে ।