কয়লা কাণ্ডে সাংসদ অভিষেক ব্যানার্জির শ্যালিকার বাড়িতেও হানা দিল সিবিআই। ডায়মন্ড হারবারের সাংসদের স্ত্রীয়ের পর সিবিআইয়ের নজরে এবার রুজিরার বোন মেনকা গম্ভীর। কয়লা পাচার মামলায় গতকাল অভিষেক ব্যানার্জির বাড়িতে গিয়েছিল সিবিআই। এবার তাঁর শ্যালিকা মেনকা গম্ভীরের পঞ্চসায়ররে বাড়িতেও হাজির হলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকেরা। যদিও আবাসনের ভিতরে ঢোকার চেষ্টা করলে নিরাপত্তারক্ষীরা বাধা দেন তদন্তকারী আধিকারিকদের। আবাসনের মূল ফটক বন্ধ করে দেওয়া হয়। পরে রক্ষীদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাবার্তার পর গেট খুলে দিলে ভিতরে প্রবেশ করেন তদন্তকারী আধিকারিকেরা। তবে আবাসনের ভিতরে সিবিআইয়ের গাড়ি ঢুকতে দেওয়া হয়নি। পায়ে হেঁটে ভিতরে প্রবেশ করেন তদন্তকারীরা। সিবিআই সূত্রের খবর, কয়লাকাণ্ডে আর্থিক লেনদেনের তথ্য পেতে দু’জনকেই জিজ্ঞাসাবাদ করতে চান সিবিআই আধিকারিকেরা। কয়লা কাণ্ডের তদন্তে মিলেছে একাধিক নতুন তথ্য। লন্ডনের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশও মিলেছে বলে খবর। ওই অ্যাকাউন্টে পাঠানো হয়েছে প্রচুর টাকা আর সেই টাকার হদিশ পেতেই অভিষেকের শ্যালিকাকে জিজ্ঞাসাবাদ করতে চায় তদন্তকারী আধিকারিকেরা।