Tuesday, May 30, 2023
HomeUncategorizedগাউন একেবারে চোখ ঝলসানো! রেড কার্পেটে তাক লাগালেন ঐশ্বর্য

গাউন একেবারে চোখ ঝলসানো! রেড কার্পেটে তাক লাগালেন ঐশ্বর্য

অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন প্রতি বছরেই নিত্যনতুন আউটফিটে কান মাতান। তিনি কখনো উজ্জ্বল লাল গাউনে আবার কখনো একেবারে দেশি লেহেঙ্গায় সকলের মন মাতান। ৭৬ তম কান উৎসবে রেট কার পেটে হাঁটলে অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন।

এই বছর তার পরনে ছিল সিলভার রঙের গাউন এর সঙ্গে কোমরে কালো একটি বড় বো আর বৃহৎ আকারের একটি হুডি। সোফি কুটিওরের তৈরি সিলভার গাওনে রেড কার্পেটে ভক্তদের চমকে দিয়েছেন অভিনেত্রী। তার আউটফিটে একটি অলা তাই মাত্রা এনে দিয়েছে তার বিশাল আকার হুডিটি। এরই সঙ্গী ছিল বোল্ড রেড লিপস এবং মিড পার্ট করা সিল্ক হেয়ার স্টাইল।

যদিও নেট পাড়ায় তারই আউটফিটে আউটফিট নিয়ে মিম ছেয়ে গেছে। কেউ তাকে কটাক্ষ করে বলেছেন যে তিনি নিজেকেই উপহার ভেবে সিলভার কাগজে মুড়িয়ে ফেলেছেন। একই রকম দেখতে তারই আউটফিটির ডিজাইন। তবে অনেকেই ‘টিনসেল ডিস্কো বল’ বলেছেন। কিছুদিন আগেই অভিষেক ঘরণী ঐশ্বর্য অভিনীত ছবি ‘পোন্নিয়িন টু’ রিলিজ করেছে যা বক্স অফিসে বেশ ভালই ব্যবসা করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments