Wednesday, June 7, 2023
HomeUncategorizedগালের ক্ষতচিহ্নের পিছনে রয়েছে অতীতের এক ভয়ঙ্কর ঘটনা! পুরনো স্মৃতি মনে করতে...

গালের ক্ষতচিহ্নের পিছনে রয়েছে অতীতের এক ভয়ঙ্কর ঘটনা! পুরনো স্মৃতি মনে করতে শিউরে ওঠেন আবির

দর্শকদের মধ্যে এখন প্রশংসার বন্যা ফাটাফাটি ছবিটি দেখে। গত শুক্রবারে মুক্তি পেয়েছে উইন্ডোজ প্রোডাকশনে এই ছবিটি। আর তারপর থেকেই এই ছবির কলাকুশলীরা রয়েছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। আবির চট্টোপাধ্যায় ঋতাভরী চক্রবর্তী স্বস্তিকা দত্ত ইত্যাদি। এই আবির চট্টোপাধ্যায় ব্যোমকেশ থেকে শুরু করে মধ্যবিত্ত একজন স্বামী সমস্ত চরিত্রই যিনি ফুটিয়ে তোলেন অপরূপভাবে।তারই জীবনের এক অজানা কাহিনী কি আপনি জানেন।

আবিরের ভক্তগণ শুরু করে সকলেই জানেন আবিরের ডান গালে একটি কাটা দাগ রয়েছে। এই কাঁটা দাগের উৎস কি? ছোটবেলায় ঘটে যাওয়া একটি দুর্ঘটনার জন্যই এই কাঁটা দাগটি সৃষ্টি হয়েছে। সূত্রের মারফত জানা গিয়েছে আবির যখন ক্লাস সেভেনে পড়তেন।বৃষ্টির মধ্যে দিয়ে সাইকেল চালাচ্ছিলেন তখন হঠাৎই তার সাইকেলের সামনে একটি বিড়াল এসে যাওয়ায় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন।

তখনই সাইকেলের হাতলটি তার ডান গালে এসে আঘাত করে। সেই আঘাত এখনো পর্যন্ত মুছেনি। আসলে এই ক্ষত হলো তার একটি অলংকার। তার অভিনীত প্রতিটি চরিত্রেই এই ক্ষত একটি অন্যরকম মাত্রায় এনে দেয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments