Tuesday, May 30, 2023
HomeUncategorizedজামাইষষ্ঠীতে বরের জন্য কি কি সারপ্রাইজ প্ল্যান করেছেন মিষ্টি? নিজেই জানালেন অভিনেত্রী

জামাইষষ্ঠীতে বরের জন্য কি কি সারপ্রাইজ প্ল্যান করেছেন মিষ্টি? নিজেই জানালেন অভিনেত্রী

 

দীর্ঘদিনের বন্ধু এবং প্রেমিক রেমো দাসের সঙ্গে ১৮ই মে গাঁটছড়া বেঁধেছেন মিষ্টি সিং। কলকাতার পাঁচতারা হোটেলে এই বিবাহ আসর বসেছিল সেখানে টেলিভিশনের দুনিয়া থেকে শুরু করে রাজনৈতিক জগতে বিভিন্ন মানুষেরা উপস্থিত ছিলেন। এখন অবশ্য বিয়ের পর্ব মিটিয়ে রেমোর বাড়িতে চুটিয়ে সংসার করছেন মিষ্টি। অবশ্য তাদের বিয়ের রেশ কাটতে না কাটতেই পরের সপ্তাতে অর্থাৎ এই সপ্তাহে বৃহস্পতিবার জামাইষষ্ঠী।

তাহলে এই জামাইষষ্ঠীতে মিষ্টির মা এখন তার নতুন জামায়ের জন্য কী কী করছেন? সেই কথাই মিষ্টি জানালেন নিজের মুখে। মিষ্টি বললেন,” তেমন কিছু স্পেশাল নয়। বিয়ের আগেও আমার মা ওকে এই দিনটাই ডেকে খাওয়াতো। সেইভাবে দেখতে গেলে আগেই রেমো জামাইষষ্ঠীর ট্রায়াল দেয়া হয়ে গিয়েছে। মায়ের শরীরটা একটু খারাপ। তবে নিশ্চয়ই স্পেশাল কিছু করবেই আমি তোমাকে চিনি।”

অভিনেত্রী বললেন মেনু এখনো ফাইনাল হয়নি তবে চিকেন মাটন মিষ্টি চিংড়ি মাছ এই সব থাকছে। তবে এই জামাইবাবুর আবার বাঙালি খাবার খুবই পছন্দের। তার চিকেন পেলে আর কিছুই লাগে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments