Wednesday, June 7, 2023
HomeUncategorizedটম ক্রুজের এই ছবির দৃশ্য টোকা হয়েছে পাঠান ছবির দৃশ্য থেকে! এমনই...

টম ক্রুজের এই ছবির দৃশ্য টোকা হয়েছে পাঠান ছবির দৃশ্য থেকে! এমনই দাবি শাহরুখ ভক্তদের

 

মাত্র চার মাস আগেই মুক্তি পেয়েছে শাহরুখ খানের বহু প্রতীক্ষিত ছবি পাঠান। কম তোলপাড় হয়নি এই ছবিটি নিয়ে। তবে তিনি সমস্ত বিতর্ককে তুরি মেরে উড়িয়ে দিয়ে রাজার মতন প্রবেশ করেছিলেন এই ছবিটিতে। শাহরুখ ভক্তরা এখনো পাঠান জ্বরে কাবু। এখনো পাঠান সিনেমা বহু দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।

 

বিশেষ করে ট্রেনের সিকোয়েন্সে সালমান খানের কামি ওর দৃশ্য হু হু করে ভাইরাল হচ্ছে। আর এবারে সেই দৃশ্য নিয়েই সোশ্যাল মিডিয়ায় তুলকালাম কান্ড। ঠিকই কী এমন ঘটেছে? শুক্রবার মিশন ইম্পসিবল ৭ এর ট্রেলার মুক্তি পাওয়ার পরে শাহরুখ ভক্তরা টম ক্রুজের সঙ্গে শাহরুখ খানের তুলনা করে বসেছেন। তাদের দাবি ট্রেলারে টম ক্রুজের ট্রেনের ফ্রিকুয়েন্সের দৃশ্যটা পুরোটাই পাঠান থেকে কপি করা হয়েছে।

 

আগামী ১২ জুলাই ট্ম ক্রুজের এই মিশন ইমপসিবল ৭ এর ছবিটি মুক্তি পেতে চলেছে। চার বছর পর কাম ব্যাক করেছেন শাহরুখ খান। আর কাম ব্যাক করে বিশ্বের বক্স অফিসে তার পাঠান এক হাজার কোটি টাকার ব্যবসা করে নিয়েছে। হলিউডের এমন ছবি দেখে শাহরুখ ভক্তরা তার জয়জয়কার করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments