টানা দু’বছরের সম্পর্ক। সদ্যই বিচ্ছেদ হয়েছে তমন্না ভাটিয়া ও বিজয় বর্মার। এই মুহূর্তে তারকাজুটির বিচ্ছেদের খবরেই ছয়লাপ সমাজমাধ্যম। পথ আলাদা হওয়ার নেপথ্যে রয়েছে বিশেষ কারণও। অন্দরের ফিসফাস, বিয়ে করে সংসারী হতে চেয়েছিলেন অভিনেত্রী। কিন্তু এখনও নাকি প্রস্তুত নন বিজয়। সেই কারণেই কি এই ভাঙন? সম্প্রতি সম্পর্ক নিয়ে এক সাক্ষাৎকারে কথা বললেন নায়িকা। তমন্না বলেন, ““ভালবাসা ও সম্পর্ক, এই দু’টি বিষয় মানুষ প্রায়ই গুলিয়ে ফেলেন। আমি শুধুই নারী-পুরুষের সম্পর্কের নিরিখে কথাটা বলছি না। বন্ধুদের সমীকরণের ব্যাপারেও একই কথা বলব।” অভিনেত্রীর মতে, ভালবাসা হতে হবে শর্তহীন। তাতে শর্ত চলে আসা মানেই ভালবাসা চলে যাওয়া। তিনি বলেন, “ভালবাসা সব সময়েই এক তরফ থেকেই হয়। দুটো মানুষ ভালবাসার সম্পর্কে জড়ানোর পর একে অপরের থেকে প্রত্যাশা রাখতে শুরু করে। আর তখনই ভালবাসা শুধুই দেওয়া-নেওয়ার সম্পর্কে পরিণত হয়।”