Wednesday, June 7, 2023
Homeখবরদলীয় মুখপাত্রদের নাম ঘোষনা করল তৃনমূল

দলীয় মুখপাত্রদের নাম ঘোষনা করল তৃনমূল

Today Kolkata:-  দলীয় মুখপাত্রদের নাম ঘোষনা করল তৃনমূল। পঞ্চায়েত ও লোকসভা ভোটের কথা মাথায় রেখে দলীয় মুখপাত্রদের নাম ঘোষনা করল তৃনমূল। শুধু তাই নয়, রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে তৃণমূলের মিডিয়া সেলের সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তৃনমূল সূত্রে জানা গিয়েছে, জাতীয় মুখপাত্ররা হলেনঅমিত মিত্র, বাবুল সুপ্রিয়, চন্দ্রিমা ভট্টাচার্য, ডেরেক ও’ব্রায়েন ,জহর সরকার, কাকলি ঘোষ দস্তিদার, কীর্তি আজাদ, ললিতেশ ত্রিপাঠি ,মহুয়া মৈত্র, মুকুল সাংমা ,নাদিমুল হক, রিপুন বোরা সাকেত গোখেল, সৌগত রায়, শশী পাঁজা, সুগত বসু, সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, ট্রাজানো দি’মেলো, বিবেক গুপ্ত মত হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্বরা।

Ranajay Vishanu জন্মদিনে সারাক্ষণ পাশে একজনই – “সোহিনীর দেওয়া বিশেষ উপহার আড়ালেই থাকুক “ – জানালেন রণজয়।

রাজ্যের মুখপাত্ররা হলেন অম্বরীশ সরকার, অনন্যা বন্দ্যোপাধ্যায়, অরূপ চক্রবর্তী ,বৈশ্বানর চট্টোপাধ্যায়, বীরেন্দ্র বারা ওরাওঁ, বীরবাহা হাঁসদা, বিশ্বজিৎ দেব, ব্রাত্য বসু, চৈতি বর্মণ বড়ুয়া, দেবাংশু ভট্টাচার্য ,দেবপ্রসাদ বাগ, দোলা সেন , জয় প্রকাশ মজুমদার, জুঁই বিশ্বাস, জ্যোৎস্না মান্ডি ,কমল হোসেন, কোহিনূর মজুমদার,  কৃশানু মিত্র, কুণাল ঘোষ, মানস রঞ্জন ভুঁইয়া, মানব জয়সওয়াল, মৌসুম নূর, মহম্মদ তোসিফুর রহমান,  মৃত্যুঞ্জয় পাল, পার্থ ভৌমিক, পার্থ প্রতিম রায়, প্রদীপ্ত মুখোপাধ্যায়, প্রকাশ চিক বারিক, প্রসেনজিত দাস, ঋজু দত্ত, সমীর চক্রবর্তী, শান্তনু সেন, শান্তিরাম মাহাত ,স্নেহাশিস চক্রবর্তী, সুদীপ রাহা, শ্যামপ্রকাশ পুরোহিত  ,তাপস রায়, তন্ময় ঘোষ, তৃণাঙ্কুর ভট্টাচার্য বিজয় উপাধ্যায়েরা।

 

MORE NEWS – ‘‘আড়াই বছর ধরে সাঁতার কেটেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমার বিরুদ্ধে। হাঁপিয়ে গিয়েছেন।“ : শুভেন্দু

নিয়োগ দুর্নীতির পর নারদকাণ্ড নিয়েও নিরপেক্ষ তদন্তের দাবি তুললেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর নিশানায় সেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর একটি ভিডিয়ো (যাচাইকৃত নয়) সত্যতা যাচাই করেনি) পোস্ট করে সমাজমাধ্যমে কুণাল প্রশ্ন তুললেন, কেন এখনও শুভেন্দুকে গ্রেফতার করা হয়নি? নিরপেক্ষতা নিয়ে খোঁচাও দিলেন সিবিআইকে। শুভেন্দু (Suvendu Adhikari) যদিও এই নিয়ে মুখ খুলতে চাননি। তাঁর দফতর আবার কুণালকে ‘জেলখাটা আসামি’ সম্বোধন করে জানিয়েছে, এই নিয়ে কোনও মন্তব্য করবে না। CONTINUE READING

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments