Wednesday, June 7, 2023
HomeUncategorizedদেবের পর এবার রুক্মিণী! হ্যাক হয়ে গেল তার ফেসবুক অ্যাকাউন্ট 

দেবের পর এবার রুক্মিণী! হ্যাক হয়ে গেল তার ফেসবুক অ্যাকাউন্ট 

 

সোমবার হঠাৎ করেই হ্যাক হলো রুক্মিণী ফেসবুক প্রোফাইল। অভিনেত্রী এই কথা নিজেই instagram এ জানিয়েছেন। তিনি তার বন্ধুবান্ধব আত্মীয় পরিজন অনুরাগীদের সতর্ক করে দিয়েছেন। অভিনেত্রী রুক্মিণী তিনি তার instagram স্টোরি তে জানান,” সবাইকে জানাচ্ছি আমার ফেসবুক প্রোফাইল হ্যাক করা হয়েছে। এবং সেই প্রোফাইল থেকে নানা রকম মেসেজ যাচ্ছে সেই মেসেজে দয়া করে উত্তর দেবেন না। আমার সোশ্যাল মিডিয়ার টিম পুরো বিষয়টা খতিয়ে দেখছে। খুব শীঘ্রই আবার ফিরব।”

 

অভিনেত্রীর ফেসবুক প্রোফাইলে প্রায় কুড়ি লক্ষ ফলোয়ার্স আছে তিনি নানান কাজের জন্য এটি ব্যবহার করে থাকেন আবার কখনো ঘোড়াঘুড়ির ছবিও তিনি পোস্ট করেন। কয়েকদিন আগেই অভিনেতা সংসদে প্রযোজনা সংস্থার দেব এন্টারপ্রাইজ ভেঞ্চারের youtube চ্যানেলটি হ্যাক হয়েছিল।

 

যদিও এরকম ঘটনা প্রায়ই ঘটে থাকে। সুপারস্টার দেবের চ্যানেল হ্যাক হওয়ায় তার অনুরাগীরা বেশ উদ্বিগ্ন। তার অনুরাগীদের চিন্তা ইউটিউব চ্যানেল থেকে যদি কোন কুরুচিকর ভিডিও আপলোড করা হয় তাহলে দেবের ওপর মানহানির মামলা আসতে পারে। পূর্বে বহু তারকা এমন সমস্যার সম্মুখীন হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments