Wednesday, June 7, 2023
HomeUncategorized"নিজের পোশাক নিয়ে একটু চিন্তায় আছি", রেড কার্পেটে পা রাখতেই সিঁটিয়ে গেলেন...

“নিজের পোশাক নিয়ে একটু চিন্তায় আছি”, রেড কার্পেটে পা রাখতেই সিঁটিয়ে গেলেন সানি!

 

 

সানি লিওন, নীল চলচ্চিত্র থেকে বলিউডে রূপান্তর, বিস্তর বিতর্ক ও সমালোচনার মুখোমুখি হওয়ার পরও সাহসিকতার জন্যই পরিচিত অভিনেত্রী। সেই মানুষই এখন জামাকাপড় পরতে ভয় পাওয়ার কথা প্রকাশ করেছেন। একথা স্বীকার করেছেন অভিনেত্রী স্বয়ং।

 

ঐশ্বরিয়া রাই বচ্চন, সারা আলি খান, মৌনি রায় এবং উর্বশী রাউতেলা কান ফিল্ম ফেস্টিভ্যালে নজর কেড়েছেন। সানি তালিকায় একজন নবাগত এবং ইভেন্টের সাথে মিল নিয়ে উদ্বিগ্ন ছিলেন। তবে ফ্রান্সে পৌঁছে গ্র্যান্ড রেড কার্পেট দেখে একইসাথে অভিভূত ও উদ্বিগ্ন হয়ে পড়েন সানি।

 

সানি এবং তার স্বামী ড্যানিয়েল তার সিনেমা ‘কেনেডি’র প্রচারের জন্য মুম্বাই থেকে কান চলচ্চিত্র উৎসবে যান যুগল। যদিও তিনি নার্ভাস ছিলেন, সানি উৎসবে রেড কার্পেটে হাঁটতে রোমাঞ্চিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments