Monday, May 29, 2023
HomeUncategorizedনিজের স্তন্যপান করিয়ে একটি অনাথ বিড়াল ছানাকে বড় করে তুলছে সারমেয় মা!...

নিজের স্তন্যপান করিয়ে একটি অনাথ বিড়াল ছানাকে বড় করে তুলছে সারমেয় মা! ভিডিও ভাইরাল 

 

 

 

দুটি ভিন্ন গোত্রের প্রাণী। জন্মের পর থেকেই মায়ের স্নেহ থেকে বঞ্চিত একজন। আর একজন সন্তানের জন্মের পর থেকেই সন্তানহারা। দুটি ভিন্ন গোত্রের প্রাণী হলেও দুজনের মধ্যেই এক নারীর টান তৈরি হয়েছে। মা ও সন্তান হয়ে উঠেছে পরস্পরের। নিজের স্তন্যপান করিয়ে একটি বিড়াল বাচ্চাকে বড় করছেন এক মা কুকুর। পথ সারমেয় হলেও স্নেহ মমতার বাঁধনে আগলে রেখেছে মা হারা বিড়াল শাবকটিকে।

 

এমন বিরল দৃশ্যটি দেখা যায় বর্ধমানের ভাতার বাজারে রেলস্টেশন সংলগ্ন একটি পাড়ায়। বিড়ালের সঙ্গে কুকুরটির এই বন্ধনের সাক্ষী স্থানীয় বাসিন্দারা। প্রায় রোজি তারা বিড়াল ছাড়া টিকে মা কুকুরের দুধ পান করতে দেখতে পায়। এক স্থানীয় বাসিন্দা শেখ আসগরের বাড়ির কাছেই চায়ের দোকান রয়েছে। তিনি জানান তাদের বাড়ির একটি ঘরে পাঁচ মাস আগে একটি বিড়াল চারটি শাবক প্রসব করে। কিছুদিন পরেই মা বিড়ালটি তার তিনটি সন্তানকে নিয়ে অন্যত্র চলে যায়। একা পড়ে যায় ওই বিড়াল শবকটি। এরপর মা বিড়ালটিকে অনেক খোঁজাখুঁজি করার পরও হদিস পাওয়া যায়নি। ওই বাচ্চাটাকে উনারাই কিছু দিন দুধ খাইয়েছেন।

 

উনিও বলেন যে একটি রাস্তার কুকুর অর্থাৎ স্ট্রে ডগ উনার বাড়ির সামনেই থাকতেন এবং প্রায় পাঁচ মাস আগেই তিনটি শাবকের জন্ম দেয় সে। একটি কুকুর শাবকের মৃত্যু হয় এবং দুটি নিখোঁজ হয়ে যায়। কিছুদিনের মধ্যেই সন্তানহারা হয়ে যায় মা কুকুরটি। এরপর থেকেই বিড়াল বাচ্চাটিকে মা কুকুরের সাথে ঘোরাঘুরি করতে দেখেন এবং এর পরেই বিড়ালটিকে কুকুরটি স্তন্যপান করতে দেখা যায় এবং কুকুরটি বাধা দেয় না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments