More
    Homeবিনোদনপদ্ম সম্মানে বাংলার ৯ জন সম্মানীয় স্রষ্টা - আমাদের অভিনন্দন

    পদ্ম সম্মানে বাংলার ৯ জন সম্মানীয় স্রষ্টা – আমাদের অভিনন্দন

    শনিবার, প্রজাতন্ত্র দিবসের আগের রাতে দেশবাসীর উদ্দেশ্যে রাষ্ট্রপতির স্বাগত ভাষণের সঙ্গে সঙ্গে ঘোষিত হয়ে গেলো এ বছরের ‘পদ্ম পুরস্কার’ এর নাম। বাংলার কৃতি ৯ ব্যক্তিত্ব আছেন এই তালিকায়। এ বছর পদ্মবিভূষণ সম্মান দেওয়া হচ্ছে মোট ৭ জনকে। পদ্মভূষণ সম্মান দেওয়া হচ্ছে ১৯ জনকে এবং পদ্মশ্রী পাচ্ছেন ১৩১ জন।

     

     

     

    সেই তালিকায় জ্বল জ্বল করছে বাংলার ৯ জন কৃতি মানুষ – যাঁরা নিজে নিজে ক্ষেত্রে সৃজনশীল কাজ করেছেন। সেই তালিকাতেই জায়গা করে নিয়েছেন গানের সুরে গোটা ভারতের হৃদয়ে জায়গা করে নেওয়া বাংলার ছেলে অরিজিৎ সিং। পাশাপাশি তালিকায় জায়গা পেয়েছেন নৃত্যশিল্পী তথা অভিনেত্রী মমতা শংকর। এছাড়াও হাবড়ার বাসিন্দা প্রবাদপ্রতিম ঢাক শিল্পী গোকুলচন্দ্র দাস। সাহিত্য ও শিক্ষায় অসামান্য অবদানের জন্য পদ্মশ্রী পাচ্ছেন নগেন্দ্রনাথ রায়। দেশের অন্যতম সম্মানের এই পুরস্কার পাচ্ছেন সরোদবাদক পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার। এছাড়াও বাংলা থেকে পদ্মশ্রী সম্মানে ভূষিত হতে চলেছেন শিল্পপতি পবন গোয়েঙ্কা, শিল্পপতি সজ্জন ভজঙ্ক। সমাজকল্যাণমূলক কাজের জন্য পদ্মশ্রী পাচ্ছেন বিনায়ক লোহানি। এর পাশাপাশি সাম্প্রতিক সময়ে বঙ্গ রাজনীতিতে একের পর এক বিতর্কিত মন্তব্যের জেরে শিরোনামে উঠে আসা স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজকে পদ্মশ্রী সম্মান দিচ্ছে কেন্দ্র। সকলেকে জানাই আমাদের অভিনন্দন ও শুভেচ্ছা।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments