Monday, May 29, 2023
HomeUncategorizedব্যোমকেশ-সোনাদার পর এবার দীপক চ্যাটার্জি! বাংলা ইন্ডাস্ট্রিতে থ্রিলার মানেই আবির 

ব্যোমকেশ-সোনাদার পর এবার দীপক চ্যাটার্জি! বাংলা ইন্ডাস্ট্রিতে থ্রিলার মানেই আবির 

 

 

ব্যোমকেশের চরিত্রে আবির চট্টোপাধ্যায় চরিত্রটি প্রায় সকলেরই চেনা। তবে এবার আবার এক নয়া গোয়েন্দা চরিত্রে দেখা যাবে তাকে। রহস্য রোমাঞ্চ এর লেখক স্বপন কুমারের লেখা ‘বাদামি হায়দার কবলে’ গল্প অবলম্বনে তৈরি ছবিতে দীপক চট্টোপাধ্যায় নামক চরিত্রে দেখা যাবে আবিরকে।

 

ছবি পরিচালক দেবালয় ভট্টাচার্য। ছবির প্রযোজনায় দায়িত্বে থাকছে হইচই। ‘ইন্দুবালা ভাতের হোটেলের’ সাফল্যের পর আবারো বড় পর্দায় পরিচালনা করতে দেখা যাবে দেবালয় ভট্টাচার্যকে। বাংলা সিনেমার পরিচালকদের গাছের গোয়েন্দা হিসেবে আবির সবসময় পছন্দের তালিকার ওপরের দিকেই থাকে।

 

যদিও এবার বাঙালির কোন আবেগের গোয়েন্দার চরিত্র নয়। বরং মুখের চুরুট ও সিগারেটের বদলে বন্দুক ও টর্চ হাতে দেখা যাবে আবির কে। কিছুদিন আগেই মুক্তি পায় অভিনেতা ফাটাফাটি ছবিটি। আবার ফিরবেন গোয়েন্দা চরিত্রে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments