Wednesday, June 7, 2023
HomeUncategorizedব্রিটেনেও ছাড়পত্র মিলল না দ্য কেরালা স্টোরির— প্রধানমন্ত্রী ভারতীয় বংশোদ্ভুত হয়েও লাভ...

ব্রিটেনেও ছাড়পত্র মিলল না দ্য কেরালা স্টোরির— প্রধানমন্ত্রী ভারতীয় বংশোদ্ভুত হয়েও লাভ হলো না! 

 

 

বির্তকের মধ্যে দিয়েই এগিয়ে চলেছে সুদীপ্ত সেনের ছবি ‘দ্য কেরালা স্টোরি’। মাত্র নয় দিনে ১০০ কোটির গণ্ডি পেরিয়ে গেছে এই ছবি। হাজার বিতর্ক সত্বেও দেশের মধ্যে রমরমিয়ে চলছে এই ছবি। এর মধ্যেই বিদেশে মাটিতে মুক্তি পেয়েছে এই ছবি। আমেরিকা ও কানাডার পাশাপাশি মুক্তি পেয়েছে সুদীপ্ত সেনের ছবিটি।

 

এই মুহূর্তে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক হলেন ভারতীয় বংশোদ্ভুত। ব্রিটেনে মুক্তির পরই বিতর্কের সম্মুখীন হয় এই ছবি। অগ্রিম টিকিট বুকিং শুরু হয় এবং ব্যাপক সাড়া পাওয়া যায় দর্শকদের থেকে। প্রথম প্রায় সব কটি শো ছিল হাউসফুল। কিন্তু তারপর থেকেই হঠাৎ বাতিল হতে শুরু করে যাবতীয় শো। ব্রিটেনের ৩১ টি সিনেমা হলে মুক্তি পেয়েছিল এই ছবি।

 

এই ছবি প্রদর্শন বাতিল করার কারণ হিসেবে জানানো হয় এই ছবি পরিবেশন টোয়েন্টিফোর সেভেন ফ্লিক্সফরইউ। ব্রিটেন্যান্ট তরফ থেকে জানিয়ে দেওয়া হয় এই ছবি ততদিন ব্রিটেনে মুক্তি পাবে না যতদিন ব্রিটিশ বোর্ড ক্লাসিফিকেশন এই ছবিকে ছাড়পত্র দেয়। তবে এই মুহূর্তে দর্শকদের টাকা ফেরত দিচ্ছেন হল কর্তৃপক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments