More
    Homeকলকাতামর্মান্তিক দুর্ঘটনা শহরে! ক্যানাল ইস্ট রোডে বাড়ি ভেঙে মৃত্যু ২ জনের

    মর্মান্তিক দুর্ঘটনা শহরে! ক্যানাল ইস্ট রোডে বাড়ি ভেঙে মৃত্যু ২ জনের

    মহাসপ্তমীর সকালে বড় দুর্ঘটনা কলকাতায়। ক্যানাল ইস্ট রোডে বাড়ি ভেঙে পড়ে মৃত্যু হল ২ জনের। আহত হয়েেছন বেশ কয়েকজন। চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সপ্তমীর সকালে হুড়মুড়িয়ে বাড়ির ছাদ ভেঙে পড়ায়এই দুর্ঘটনা বলে জানা গিয়েছে। মৃতের নাম আলাউদ্দিন গাজি। আরেক জন মৃতের পরিচয় জানা যায়নি।

    মর্মান্তিক দুর্ঘটনা শহরে! ক্যানাল ইস্ট রোডে বাড়ি ভেঙে মৃত্যু ২ জনের

    Read More-মহাসপ্তমীতে নবান্নের ১৪ তলায় আগুন, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন

    ক্যানাল ইস্ট রোডের পুরনো বাড়ি এটি। মেরামতির কাজ চলছিল বাড়িটিতে। তারমধ্যেই ছিলেন বাসিন্দারা। মঙ্গলবার সকালে হঠাত্‍ করেই বাড়িরছাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। নির্মাণ কর্মীরাও সেসময় কাজ করছিলেন সেখানে। আটমকা ছাদের একাংশ ভেঙে পড়ায় ৪ জন নির্মাণ কর্মী আহত হয়েছে। রক্ষণাবেক্ষণের অভাবেই বাড়িটির জীর্ণ দশায় পরিণত হয়েছিল বলে মনে করা হচ্ছে। মৃত্যু হয়েছে ২ জনের।

    Read More-সবুজ সংকেত পেল রাকেশ ঝুনঝুনওয়ালার নতুন বিমান সংস্থা Akasa Air

    গত এক মাসে কলকাতায় পর পর বাড়ি ভেঙে মৃত্যুর ঘটনা ঘটেছে। কয়েকদিন আগেই আহিরিটোলা বাড়ি ভেঙে ২ জন মারা গিয়েছিলেন। প্রবল বর্ষণে ভেঙে পড়েছিল বাড়িটি। মৃতদের মধ্যে ৩ বছরের শিশু এবং এক প্রৌঢ়া ছিলেন। তাঁর অন্তঃসত্ত্বা মাকে কোনও রকমে উদ্ধার করেছিল বিপর্যয় মোকাবিলা বািহনী। বাড়িটি ধ্বংসস্তুপের মধ্যে একাধিক ব্যক্তি আটকে পড়েছিলেন। বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকল একসঙ্গে উদ্ধার কাজ চালিয়েছিলে সেখানে। দীর্ঘক্ষণ ধরে বৃষ্টির মধ্যে চলে উদ্ধারকাজ।

    Read More-Weather: সপ্তমী থেকে দশমী, পুজোর আবহাওয়া আপডেট

    তার আগে জোড়াসাঁকোতেও বাড়ি ভেঙে পড়ে ২ জনের মৃত্যুর ঘটনা ঘটেছিল। মৃতদের মধ্যে পথচারীও ছিলেন। পুরনো জীর্ণ বাড়িটি বারান্দা আচমকাই ভেঙে পড়েছিল। সেসময় বাড়িটির নীচ দিয়ে যাচ্ছিল এক বাইক চালক। এবং একজন পথচারী। দুজনেই ধ্বংসস্তুপের মধ্যে চাপা পড়ে যান। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিত্‍সকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পরেই শহরের পুরনো বাড়ির দশা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুরসভা সঠিক সময়ে বাড়ি গুলি চিহ্নিত করছে না বলে অভিযোগ উঠেছে।

    RELATED ARTICLES

    1 COMMENT

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments