Tuesday, May 30, 2023
HomeUncategorizedমানিকের জন্য সব করতে পারে কমলা, মানিক কি আদৌ বুঝতে পারবে তার...

মানিকের জন্য সব করতে পারে কমলা, মানিক কি আদৌ বুঝতে পারবে তার ভালোবাসা?

 

স্টার জলসায়র ধারাবাহিক ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’। এই ধারাবাহিকটি অন্য ধারাবাহিকের তুলনায় বেশ অন্যরকম বাল্যবিবাহ তারপর একে অপরের প্রতি ভালবাসা সবকিছু মিলিয়ে তৈরি করা হয়েছে অন্যরকম গল্প।

 

এতদিন পর মানিক স্কুলে পা রাখার পরে সবাই মহারাজ মহারাজ বলে ধন্য করছে কিন্তু বোর্ডে মানিক ও কমলা সম্বন্ধে যা নয় তাই লেখা রয়েছে। স্কুলের হেডমাস্টার মশাই এসে সমস্ত ছাত্রদের বললেন সামনেই পঁচিশে বৈশাখ আর রবীন্দ্রনাথ ঠাকুর হল ভারতের গর্ব। তাই তার জন্মতিথি স্কুলে খুব ভালো করে উদযাপন করা হবে।

 

কমলার জন্য কমলার শ্বশুরমশাই নিয়ে এসেছে রবীন্দ্রনাথের লেখা বই। হাতে জিনিস দেখা মাত্রই কমলার মেজ পিসি শাশুড়ি এসে তার দাদাকে জিজ্ঞাসা করে যে সে কি সোনার গয়না এনেছে তখন কমলা শশুর উত্তরে বলে বৌমার কাছে এটা সোনার চেয়েও বেশি দামি। সে সেই উপহার দিয়ে কমলাকে আশীর্বাদ করে এবং কমলা দেখে সেখানে রবীন্দ্রনাথের নিজের সই করা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments