Monday, May 29, 2023
HomeUncategorizedমা হাসপাতালে ভর্তি, 'প্রার্থনা করুন', কাতর আরজি সুদিপার ফেসবুকে

মা হাসপাতালে ভর্তি, ‘প্রার্থনা করুন’, কাতর আরজি সুদিপার ফেসবুকে

 

 

মা হাসপাতালে ভর্তি, ‘প্রার্থনা করুন’, কাতর আরজি সুদিপার ফেসবুকে

 

সুদীপা চট্টোপাধ্যায়ের সময়টা একদমই ভালো যাচ্ছে না। আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে গিয়েছেন তার মা। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সঞ্চালিকা এই খবর নিজেই জানিয়েছে।

 

কিছুদিন আগেই সুদীপা তার মাকে নিয়ে মাতৃত্ব দিবসের দিন আবেগঘন পোস্ট করেছিলেন। তিনি তার মায়ের ছবি শেয়ার করে লিখেছেন ক্যাপশনে,” জীবনের প্রথম পাওয়া উপহার মা। জীবনের সেরা আনন্দ মায়ের মুখে দেখতে পাওয়া হাসি। আমার মা আমার দেখা পৃথিবীতে সবচেয়ে সরল মানুষ। তোমার মতন হতে পারবে না কেউ। তাই তোমাকে বারবার কোন জিনিস জানালেও সেটাও কম। বেঁচে থেকো মা।”

 

তার এই কামনার দুদিন পরেই অসুস্থ হন তার মা। নিজের গাড়িতেই তিনি হাসপাতালে নিয়ে যান তাকে। আপাতত তিনি এখন আইসিসি ওতে ভর্তি রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments