Wednesday, June 7, 2023
HomeUncategorizedমিঠাই-এর সেট একেবারে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল! এবারে অজস্র বিতর্কের মধ্যে মুখ...

মিঠাই-এর সেট একেবারে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল! এবারে অজস্র বিতর্কের মধ্যে মুখ খুললেন সৌমিতৃষা

বহু মাস ধরে শোনা যাচ্ছিল যে মিঠাই ধারাবাহিকটি বন্ধ হয়ে যাবে। অবশেষে সীলমোহর পড়লো সেই গুঞ্জনে। আবার তারই সঙ্গে খবর এলো মনোহরা ভাঙ্গা হচ্ছে। সব মিলিয়ে অভিনেতা অভিনেত্রীদের মন বেশ খারাপ। তারা নানান পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন। এক সংবাদ মাধ্যম থেকে মিঠাইয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও জানেন তার মন খুবই খারাপ।

দু বছর আগে জি বাংলায় শুরু হয়েছিল মিঠাই ধারাবাহিকটি। মাত্র অল্প কিছুদিনের মধ্যেই মনোহরা আর মানুষেরা দর্শকদের মনে এক অন্য জায়গা তৈরি করে নিয়েছিল। এই ধারাবাহিক ছিল একসময় বেঙ্গল টপার বেশ কয়েক সপ্তাহ ধরে। এবারে শোনা যাচ্ছে মিঠাই এর সেট ভেঙে সেখানে শুরু হবে অন্য মেগা ধারাবাহিক। আর এমন খবর প্রকাশ্যে আসা মাত্রই অনুরাগীদের মন বেশ ভেঙ্গে গিয়েছে।

সৌমিতৃষা অর্থাৎ মিঠাই বললেন শনিবার ছিল তাদের ধারাবাহিকের শেষ শুটিং। আর সেদিনই বসে তারা কলাকুশলীরা পুরনো স্মৃতিচারণ করছিলেন কোথা দিয়ে তারা ঢুকতেন, কি কি করতেন সেই সেটে। এখন তাদের সেট ভেঙে নতুন ধারাবাহিক আসতে চলেছে তাই তারা যতটা সম্ভব পারে ওই সেটে পাশ দিয়ে না যেতে কারণ পুরনো জিনিস দেখলে কষ্ট আরো বাড়বে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments