Monday, May 29, 2023
HomeUncategorizedরামপ্রসাদের মাকে সসম্মানে ঘরে রাখার অঙ্গীকার! সঙ্গ দেবে সর্বানি 

রামপ্রসাদের মাকে সসম্মানে ঘরে রাখার অঙ্গীকার! সঙ্গ দেবে সর্বানি 

 

 

স্টার জলসার একটি নতুন ধারাবাহিক রামপ্রসাদ। যেখানে দেখানো হচ্ছে রামপ্রসাদ মা কালীর খুবই ভক্ত। তাকে সংসারে সবাই তুচ্ছ তাচ্ছিল্য করলেও সে নিজের মতন থাকে আর মায়ের সেবা করে।

 

নতুন বিয়ে হয়েছে বলে সর্বানিকে রান্না করে ব্রাহ্মণদেরকে খাওয়াতে হবে এমনই বলেছে রামপ্রসাদের মা।নামজাদা পন্ডিত কৈলাসনাথ পদার্পণ করেছেন রামপ্রসাদের বাড়িতে তারা যখন খেতে বসেছে তখন দেখে শুক্তর নামে লাউয়ের সুপ্ত বলে যা খুশি তাই খাইয়ে দেওয়া হচ্ছে। তাই তিনি ভীষণ রেগে গিয়েছেন এই দেখে বড় গিন্নি ও পিসিমা বেশ মজাই পাচ্ছে।কৈলাসনাথ সর্বানির হাতে রান্না করা লাউ এর শুক্তো খেয়ে বেশ সন্তুষ্ট হয়েছেন এবং তাকে দুহাত ভরে আশীর্বাদ করেছেন। তখন রামপ্রসাদ বলে কৈলাসনাথ অনেকদিন অসুস্থ থাকার ফলে তিনি কাশিবাসি হয়েছিলেন, নইলে তিনি মানুষটা বড়ই ভালো।

 

রামপ্রসাদ ঝড় জলের রাতে বাইরে ছিল বাড়ির আর ফিরে আসার সময় মা কালীর মূর্তি সে বাড়ি নিয়ে এসেছে। সেই মূর্তি দেখে কৈলাস না বলে রামপ্রসাদই কি তাহলে সেই,সে অবাক হয়ে যায়। কৈলাস না তখন তাকে বলে রামপ্রসাদী তবে সেই ছেলে যার হাত ধরে সেই পরিবারে কুলো দেবীর ফিরে আসার কথা। রামপ্রসাদ তখন বলে এই দেবী এতদিন পূজিত হয়নি এবারে সে দায়িত্ব নিয়ে মা কালীর আরাধনা করবে তাদের পুজোর ঘরে রেখে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments