More
    Homeরাজনৈতিকলড়াই শেষ! মৃত্যু হল নিমতা কাণ্ডে ‘আক্রান্ত’ ৮৫ বছরের বৃদ্ধার

    লড়াই শেষ! মৃত্যু হল নিমতা কাণ্ডে ‘আক্রান্ত’ ৮৫ বছরের বৃদ্ধার

    উত্তর ২৪ পরগনার নিমতায় গত ২৭ ফেব্রুয়ারি এক বিজেপি কর্মীর বাড়িতে চড়াও হয়েছিলেন একদল তৃণমূল সমর্থক। সেসময় আক্রান্ত হয়েছিলেন তাঁর ৮৫ বছরের বৃদ্ধা মা। ওই ঘটনার পর শোড়গোল পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে। ওই বৃদ্ধার আঘাতের ছবি ছড়িয়ে পড়েছিল সোশাল মিডিয়ায়। চাপে পড়েছিল শাসকদল। সোমবার ভোররাতে বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন শোভারানী মজুমদার নামে ওই বৃদ্ধা। খবর পেয়েই নিমতায় পাটনা ঠাকুরতলায় ওই বিজেপি সমর্থকের বাড়িতে পৌঁছে যান দমদম উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ অর্চনা মজুমদার। সমবেদনা জানান ওই বৃদ্ধার ছেলে বিজেপি সমর্থক গোপাল মজুমদারকে। অপরদিকে এদিন নিমতা থানা ঘেরাও করে বিজেপি বিক্ষোভ দেখায়। ছিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু, অর্চনা মজুমদার। তাদের দাবি, এতদিন হয়ে গেল এখনও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেফতার করতে পারেনি নিমতা থানার পুলিশ। থানার বাইরে তুমুল বিক্ষোভ দেখার পাশাপাশি একটি ডেপুটেশনও দিয়েছে বিজেপি।

    বৃদ্ধার মৃত্যুতে শোক প্রকাশ করে টুইট করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে অমিত মালব্য, অরবিন্দ মেননের মতো কেন্দ্রীয় নেতারা। শোক প্রকাশ করে ওই বৃদ্ধার মৃত্যুর দায় চাপিয়েছেন তৃণমূলের ওপর। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেন, ছেলেকে দুস্কৃতীদের হাত থেকে বাঁচতে গিয়ে আক্রান্ত হন বৃদ্ধা মা শোভা রানী। তাঁর সারা মুখে আক্রান্ত হওয়ার চিহ্ন স্পষ্ট ছিল। বিজেপি নেতা তথা হাবড়া আসনের বিজেপি প্রার্থী রাহুল সিনহা বলেন, তৃণমূল এখন শেষ লগ্নে তাই হিংসার কাজকর্ম শুরু করেছে। ওদের হাত থেকে বাংলার মা-বোনেরাও বাদ যাচ্ছেন না। নিমতায় বৃদ্ধার মৃত্যুর ঘটনা অত্যন্ত মর্মান্তিক।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments