Wednesday, June 7, 2023
HomeUncategorizedসানা খানের স্বামীর মত নয়! স্ত্রী কে সিড়ি ভাঙতে সাহায্য করলেন ইব্রাহীম,...

সানা খানের স্বামীর মত নয়! স্ত্রী কে সিড়ি ভাঙতে সাহায্য করলেন ইব্রাহীম, ভাইরাল দীপিকা-ইব্রাহীম জুটির ভিডিও

ছোট পর্দার অভিনেত্রী দীপিকা কক্কর গর্ভাবস্থার কারণে বেশি হাঁটতে চলতে পারছেন না হচ্ছে। তার স্বামী শোয়েব ইব্রাহিম তার হাত ধরে তাকে সহায়তা করছেন, মুম্বাইয়ের একটি হোটেলের সিঁড়ি বেয়ে নামতে দেখা গেল যুগলকে। দীপিকার পরনে নীল কুর্তি আর ইব্রাহিমের পরনে সাদা শার্ট ও প্যান্ট। শিগগিরই তাদের সন্তানের জন্ম হবে বলে আশা করছেন দম্পতি।

এই দম্পতির পারস্পরিক সহানুভূতির প্রদর্শন নেটিজেনদের স্পর্শ করেছে। ইব্রাহিম একটি পুরানো সাক্ষাত্কারে তার স্ত্রীর প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেছিলেন। যেখানে তিনি প্রকাশ করেছেন যে একটি সময়ে যখন তিনি তিন বছর বেকার ছিলেন, তখন দীপিকাই নিয়ন্ত্রণে রেখেছিলেন পরিস্থিতি।

দম্পতির একটি দৃঢ় বন্ধন রয়েছে। তারা গর্ভাবস্থা সহ সমস্ত অভিজ্ঞতা নেট মাধ্যমে ভাগ করে নেয়। একটি ভাইরাল ভিডিওতে, দীপিকাকে ব্যথা বা বিরক্তির কোনো লক্ষণ না দেখিয়ে সিঁড়ি ভাঙতে দেখা যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments