Monday, May 29, 2023
HomeUncategorizedস্ত্রী আলিয়ার এই স্বভাবটি একদম সহ্য করতে পারেন না রণবীর!

স্ত্রী আলিয়ার এই স্বভাবটি একদম সহ্য করতে পারেন না রণবীর!

 

 

গত বছরের এপ্রিলে আলিয়া এবং রণবীর বিয়ে করেন। তার পরেই তাদের রাহা নামে একটি কন্যাসন্তান হয়। তবে আলিয়া এখনও চোখে হারান স্বামীকে, কিন্তু রণবীর কাপুর তার একটি বিষয় সহ্য করতে পারেন না, বিশেষ করে কঠিন পরিস্থিতিতে। জানেন কি, কি সেই স্বভাব?

 

রণবীর বেশ শান্তিপ্রিয় মানুষ, ঝগড়া-ঝামেলা, চিৎকার-চেঁচামেচি এক্কেবারে পছন্দ করেন না। তবে আলিয়া এবিষয়ে খানিকটা উল্টো, তার রাগের পারদের সাথে পাল্লা দিয়ে বাড়ে কণ্ঠস্বর। মেজাজ ঠিক রাখতে না পারলেই চিৎকার করে ফেলেন। যা একদম সহ্য করতে পারেন না রণবীর। সম্প্রতি জনপ্রিয় ফোরাম সাইট রেডিটে, “আলিয়া ভাট’স সেভেন ভাইসেস” শিরোনামে একটি ভিডিও পোষ্ট করে এসমস্ত ব্যক্তিগত খুঁটিনাটি তথ্য প্রকাশ করা হয়েছে।

 

ভিডিওটিতে অভিনেত্রী রণবীরের স্বভাবকে সাধু-সন্তের মতো বলে উধৃত করেছেন। তিনি আরও বলেন, খুব হিংসে হয় তার স্বামীর এই স্বভাবের প্রতি। অন্যদিকে তার মাথায় সব সময় কিছু না কিছু ঘুরতেই থাকে। অল্প রাগেই চেঁচামেচি করে বসেন, তবে রণবীর তাকে বোঝেন, কখনও কোনো দুর্ব্যবহার করেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments