More
    Homeখবরঅগ্নিপথ পথ এবং রাজনৈতিক স্বার্থে ইডি সিআইডিকে ব্যবহারের বিরুদ্ধে অর্ধ দিবস অবস্থান-বিক্ষোভ...

    অগ্নিপথ পথ এবং রাজনৈতিক স্বার্থে ইডি সিআইডিকে ব্যবহারের বিরুদ্ধে অর্ধ দিবস অবস্থান-বিক্ষোভ ছাত্র পরিষদের।

    নদীয়া:- কেন্দ্রীয় সরকারের প্রকল্প অগ্নিপথ নিয়ে অগ্নিগর্ভ গোটা দেশ। কোথাও জ্বলেছে আগুন, কোথাও বা বিক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ। যদিও তার সুফল বোঝাতে ব্যস্ত। রাজনৈতিক তরজা চলছে জোড় কদমে। বাম কংগ্রেস তৃণমূল সহ বিজেপিবিরোধী প্রত্যেকেই তাদের নিজস্বতা বজায় রেখে নিজনিজ ভঙ্গিমায় প্রতিবাদে সামিল হয়েছেন। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকেও সারা দেশজুড়ে চলছে, লাগাতার জনমত গড়ে তোলার আপ্রাণ চেষ্টা। বাদ যায়নি ছাত্র পরিষদও।রাজ্য সভাপতি সৌরভ প্রসাদের নির্দেশে, রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয়েছে অবস্থান-বিক্ষোভ। নদীয়া জেলার শান্তিপুর কাশ্যপপাড়া মোড়ে প্রাকৃতিক বিপর্যয় কে উপেক্ষা করেই অর্ধদিবস ধরে তারা অবস্থান বিক্ষোভ করেন। পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি, লাভজনক দপ্তর বেসরকারিকরণ, ধর্মীয় মেরুকরণ, সহ একাধিক বিষয়ে সোচ্চার হন তারা।

    যার মধ্যে অন্যতম ইডি এবং সিআইডিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার এবং সম্প্রতি কেন্দ্রীয় সরকার ঘোষিত প্রকল্প অগ্নিপথের কুফল থেকে সাধারণ মানুষকে রক্ষার তাগিদে, জনমত গড়ে তোলা। নদীয়া জেলা ছাত্র পরিষদের সভাপতি অরিন্দম গোস্বামী, শান্তিপুর ইউনিটের সভাপতি সৌমেন্দ্র মুখার্জি,সহ ছাত্র পরিষদের জেলা নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব। তাদের পাশে এসে দাঁড়িয়েছেন ব্লক ও শহর কংগ্রেস কমিটি, কংগ্রেস এবং যুব কংগ্রেস, আইএনটিইউসির স্থানীয় নেতৃত্ব।

    অগ্নিপথ পথ এবং রাজনৈতিক স্বার্থে ইডি সিআইডিকে ব্যবহারের বিরুদ্ধে অর্ধ দিবস অবস্থান-বিক্ষোভ ছাত্র পরিষদের।

    MORE NEWS – বজরং দলের পদযাত্রা ও জেলা শাসকের অফিসে ডেপুটেশন।

    চারিদিকে দুষ্কৃতী তান্ডব, হিন্দুদের সুরক্ষা সুনিশ্চিত করতে, তহা সিদ্দিকীর মন্তব্যের প্রতিবাদে পূর্ব মেদিনীপুর এর তমলুকের কুলবেড়িয়া ভীম মন্দির থেকে পূর্ব মেদিনীপুর জেলা শাসকের অফিস পর্যন্ত (Purba Medinipur bajarang) বজরং দলের পদযাত্রা ও জেলা শাসকের অফিসে ডেপুটেশন। CONTINUE READING

    MORE NEWS – ভিন রাজ্যে কাজে যোগ দিতে গিয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু এক ব্যক্তির।

    সাত সকালে বাড়ি থেকে বেরিয়ে ভিন রাজ্যে কাজে যোগ দিতে গিয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় (Road Accident) মৃত্যু এক ব্যক্তির। বুধবার চাঁচল থানার সামসি বাইপাস সড়কে ঘটনাটি ঘটে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান চাঁচল থানার পুলিস।ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। পুলিস সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির নাম উজ্জ্বল কুমার প্রামাণিক (৬০)। বাড়ি চাঁচল ২ ব্লকের শাঞ্চিয়া গ্রামে। পেশায় ভিন রাজ্যের ইট ভাটার শ্রমিক। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments