More
    Homeরাজ্যআগামী দু-তিন দিন রাজ্যে প্রবল বৃষ্টির পাশাপাশি কালবৈশাখীর সম্ভাবনা

    আগামী দু-তিন দিন রাজ্যে প্রবল বৃষ্টির পাশাপাশি কালবৈশাখীর সম্ভাবনা

    আজ ও আগামীকাল কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় দফায় দফায় বজ্রবিদ্যুত্‍ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি আজ কলকাতায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমবঙ্গ থেকে পঞ্জাব পর্যন্ত একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে । পাশাপাশি আরও একটি নিম্নচাপ অক্ষরেখা বরাবর তৈরি হয়েছে । এই দুইয়ের প্রভাবেই আগামী দু’দিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ জুড়ে তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

    উল্লেখ্য, উত্তরের জেলাগুলির মধ্যে দার্জিলিং, মালদা, দুই দিনাজপুর, আলিপুরদুয়ারে আজ থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। অন্যদিকে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টি হবে আগামী কাল থেকে, আগামী বেশ কয়েকদিন দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই ঝড়-বৃষ্টি চলবে, ৮ তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমে এলেও ফের ৯ তারিখ থেকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি শুরু হবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments