More
    Homeরাজনৈতিকআগামী ২২ জানুয়ারি চার কর্পোরেশনে নির্বাচন, ঘোষণা কমিশনের

    আগামী ২২ জানুয়ারি চার কর্পোরেশনে নির্বাচন, ঘোষণা কমিশনের

    ২২ শে জানুয়ারি ৪ পুরসভার ভোট। ৩ জানুয়ারি মনোনয়নের শেষ দিন। ভোট গণনা ২৫ শে জানুয়ারি। মনোনয়নের স্ক্রুটিনি প্রত্যাহার একইদিনে।২৮ শে ডিসেম্বর থেকে শুরু মনোনয়ন। মনোনয়নের স্কুটিনি প্রত্যাহার একই দিনে। ২৪ শে জানুয়ারি প্রয়োজনে পুনর্নির্বাচন। শিলিগুড়ি ,চন্দননগর ,বিধান নগর ,আসানসোলে ২২ শে জানুয়ারি ভোট। তবে কমিশনের তরফ থেকে জানানো হয় হাওড়ার ভোট নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। নির্বাচন কমিশনের তরফে জানানো হয় হাওড়া নিয়ে সরকার কিছু জানায়নি।তাই হাওড়ার ভোট নিয়ে আজ সিদ্ধান্ত নেওয়া হয়নি। আজ থেকেই নির্বাচনী আচরণবিধি চালু হয়ে গেল চার পুরনিগমে।

    বকেয়া পুরভোট দিয়ে আজ সর্বদল বৈঠক ডেকেছিল আজ রাজ্য নির্বাচন কমিশন। বৈঠকের পর এই রাজ্য নির্বাচন কমিশন পুরভোটের নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করে দিতে পারে বলে জানা গিয়েছিল। ইতিমধ্যে রাজ্য নির্বাচন কমিশন হাইকোর্টে হলফনামা দিয়ে বাকি থাকা পুরসভাগুলির নির্বাচনের দিন ঘোষণা করেছিল। আজ রাজ্য নির্বাচন কমিশনের তরফ সর্বদল বৈঠক এরপর জানানো হয়, সব বুথেই সিসিটিভি থাকবে। এছাড়াও আইনশৃঙ্খলা নিয়ে ৪ জানুয়ারি পর্যালোচনা বৈঠক হবে। বৈঠকে জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার। তিনি বলেন ,’আজ থেকে কার্যকর আদর্শ আচরণ বিধি। আগামীকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া যাবে।’

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments