More
    Homeঅনান্যআতঙ্ক কাটিয়ে আবার নতুন করে শুরু কর্মজীবন।

    আতঙ্ক কাটিয়ে আবার নতুন করে শুরু কর্মজীবন।

    Today Kolkata:- আতঙ্ক কাটিয়ে আবার নতুন করে শুরু কর্মজীবন। গতকাল ব্যারাকপুরে প্রসিদ্ধ বিরিয়ানির দোকানে দুষ্কৃতী হামলার পর কার্যত প্রশাসনের আশ্বাসে কাজে যোগ দিলেন দোকান কর্মচারীরা তবে গতকালের সে আতঙ্ক আজও চোখে মুখে স্পষ্ট কিন্তু সংসার চালানোর দায়ে আতঙ্ক কাটিয়ে কাজে যোগ দিতে বাধ্য হয়েছেন দোকান কর্মচারী জুলি খাতুন। পুলিশের আশ্বাসে আতঙ্ক কাটিয়ে কর্মচারীদের আশ্বস্ত করে পুনরায় নতুন করে আজ আবার ব্যবসা শুরু করলেন তারা জানালেন ছোট্ট।

    আতঙ্ক কাটিয়ে আবার নতুন করে শুরু কর্মজীবন।

    MORE NEWS – Kashi Biswanath Mandir জ্ঞানবাপী মসজিদ চত্বরে সমীক্ষা চালানোর তৃতীয় দিনে শিবলিঙ্গ পাওয়া গেল।

    বারানসী, উত্তরপ্রদেশ, 16/05/2022:-  আদালতের নির্দেশে বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির (Kashi Biswanath Mandir) চত্বরে থাকা জ্ঞানবাপী মসজিদ চত্বরে সমীক্ষা চালানোর তৃতীয় দিনে শিবলিঙ্গ পাওয়া গেল। আদালত ঐ জায়গাটিকে ‘সিল’ করে দেওয়ার নির্দেশ দিয়েছে। হিন্দু মন্দিরের ওপরেই জ্ঞানবাপী মসজিদ নির্মান করেছিলেন মুঘল সম্রাট ঔরঙ্গজেব, এমন দাবী তুলে বেশ কয়েকজন আদালতে মামলা করেছিলেন। আদালত দুই পক্ষের বক্তব্য শুনে একটি সমীক্ষার নির্দেশ দেয়। বলা হয় ঐ মসজিদের ভিতের অংশ হিসেবে বেশ কিছুটা জায়গায় সমীক্ষা চালাবে আই এস আই। গোটা সমীক্ষার ভিডিও রেকর্ডিং করা থাকবে। সমীক্ষার পূর্ণাঙ্গ রিপোর্টের সাথে, CONTINUE READING

    MORE NEWS – Firhad Hakim ভোট-পরবর্তী হিংসায় অভিজিৎ সরকারের মামলায় বিধায়ক পরেশ পাল কে সিবিআই তলব।

    Today Kolkata:- ভোট-পরবর্তী হিংসায় মৃত্যু বিজেপি কর্মী অভিজিৎ সরকারের মামলায় বেলেঘাটা বিধায়ক পরেশ পাল কে সিবিআই তলব এই প্রসঙ্গে বলেন- কোর্ট একটা উদ্দেশ্য নিয়ে তদন্ত করা যাতে সত্য উদঘাটিত হয়। কিন্তু যখন সেটা সিবিআইয়ের হাতে যায় বলা হয় যে কেন আমরা সিবিআই এর বিরোধিতা করছি? আমরাও তো চাই যে দোষীদের শাস্তি হোক, কিন্তু যখন পলিটিকাল নেতাদের দ্বারা সিবিআইকে চালনা করা হয় আমরা সেটাই বিরোধিতা করছি। একটা post-poll ভায়োলেন্স হতেই পারে কিন্তু যখন পলিটিকাল নেতা-নেত্রীদের ধরে টানাটানি করা হয় নিশ্চিত ভাবে আমাদের আপত্তি থাকে।Post-poll ভায়োলেন্স এর এক বছর পর যখন বিজেপি কর্মীরা ঘরে ফিরতে চাইছে তাদের অভিযোগ যে তার পরেও তাদের মাঠে থাকতে হচ্ছে এই বিষয়ে বলেন- এটা হচ্ছে বিজেপির একটা নাটক আর, CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments