More
    Homeখবরআবহাওয়া পরিবর্তন ক্লাইমেট চেঞ্জ তার প্রভাব পরল দার্জিলিং পাহাড়ে

    আবহাওয়া পরিবর্তন ক্লাইমেট চেঞ্জ তার প্রভাব পরল দার্জিলিং পাহাড়ে

    আবহাওয়া পরিবর্তন ক্লাইমেট চেঞ্জ তার প্রভাব পরল দার্জিলিং পাহাড়ে

    Read more:-পঁচেট আরিয়ানে সরস্বতী পূজার থিম ‘শিল্পকলা’

    আবহাওয়া পরিবর্তন ক্লাইমেট চেঞ্জ তার প্রভাব পরল দার্জিলিং পাহাড়ে। সমতলের অকাল বর্ষন আর দার্জিলিং এ তুষারপাত দোফলার জেরে শীতে কাবু পাহাড় থেকে সমতল। কয়েকদিন ধরেই দার্জিলিং পাহাড়ের তুষারপাত চলছে শুরুটা প্রথম হয়েছিল গত বছরের ডিসেম্বরে 29 তারিখে।

    তবে তা মূলত পাহাড়ের কিছু উঁচু উপত্যাকায় হচ্ছিল। আজ শনিবার দার্জিলিং পাহাড় জুড়ে তুষারপাত শুরু হয় সকালে টাইগার হিল, সান্দাকফু , কার্শিয়াং এর ডাওহিল, ঘুম এবং দার্জিলিং মেলে বাতাসিয়া প্রায় 32 টি স্থানে ব্যাপক ব্যাপক তুষারপাত হয় ঢেকে যায় বরফের চাদরে। গাছের পাতা, বাড়ির চালের জমে থাকে বরফ দার্জিলিংয়ের মেলে বরফ পড়ে।

    চলতি মরসুমে প্রায় চারবার বরফ পড়ে বরফ পড়ে সাতবার। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে আজ 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। পাহাড়ের বাসিন্দাদের বক্তব্য দীর্ঘ কয়েক বছর পর এবার পাহাড়ের তুষারপাতের মাত্রা বেশি । গত চার-পাঁচ দিন ধরে পারে সূর্যের দেখা নেই ফলে ঠান্ডার দাপট বেড়েছে। এদিন কালিম্পং এর রিশপ ও লাভাতে কিছু অংশে বরফ পরে । গতকাল কিছু পর্যটকদের দেখা মিললেও আজকে কোলকাতা শিলিগুড়ি অন্যান্য স্থান থেকে পর্যটকরা ভিড় করে পাহাড়ে ।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments