More
    Homeখবরএকসঙ্গে তিনটি কন্যা সন্তানের জন্ম দিলেন ইংলিশবাজারের মোমিন পাড়ার এক গৃহবধূ।

    একসঙ্গে তিনটি কন্যা সন্তানের জন্ম দিলেন ইংলিশবাজারের মোমিন পাড়ার এক গৃহবধূ।

    মালদা, ১৭ মার্চ:- একসঙ্গে তিনটি কন্যা সন্তানের জন্ম দিলেন ইংলিশবাজারের মোমিন পাড়ার এক গৃহবধূ। বৃহস্পতিবার সকালে প্রসব যন্ত্রণা উঠলে ওই গৃহবধূকে মালদা শহরের চন্দন পার্ক এলাকার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেন পরিবারের লোকেরা। সেখানে কোনো রকম অস্ত্রোপচার ছাড়াই চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের যৌথ প্রয়াসে সুষ্ঠুভাবে একইসঙ্গে তিনটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ওই গৃহবধূ। বৃহস্পতিবার সকালে এই নার্সিংহোমে এই প্রথম ঘটনাটি ঘটেছে। স্থানীয় নার্সিংহোম সূত্রে জানা গিয়েছে, ইংরেজবাজার থানার মিল্কি গ্রাম পঞ্চায়েতের মোমিনপারা এলাকার গৃহবধূ বুলি খাতুন প্রসব যন্ত্রণা নিয়ে এদিন সকালে ভর্তি হয়। তার স্বামী মনিরুল ইসলাম, পেশায় কাঠমিস্ত্রি। এর আগেও তাদের একটি চার বছরের একটি কন্যা সন্তান রয়েছে। এদিন সকালে চরম প্রসব যন্ত্রণা শুরু হতেই বুলি খাতুনের। প্রথমে অস্ত্রোপচারের চিন্তা-ভাবনা করা হয়। কিন্তু ওই নার্সিংহোমের কর্ণধার এসকে হাবিবুদ্দিন বলেন চিকিৎসকের দাঁড়া সুষ্ঠুভাবে এদিন ওই গৃহবধূ অস্ত্রোপচার ছাড়াই তিনটি কন্যা সন্তানের জন্ম দেয়। মা এবং সদ্যোজাত শিশুরা সুস্থ রয়েছে বলে নার্সিংহোম কর্তৃপক্ষ জানিয়েছে।

    একসঙ্গে তিনটি কন্যা সন্তানের জন্ম দিলেন ইংলিশবাজারের মোমিন পাড়ার এক গৃহবধূ।

    MORE NEWS – শপথবাক্য পাঠে কাঁথি র নব নিযুক্ত চেয়ারম্যান ও কাউন্সিলরদের।

    Today Kolkata:- পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পুরসভার পুরবোর্ড গঠন হল বুধবার। এ দিন কাঁথি পুরসভার চেয়ারম্যান নির্বাচিত হলেন সুবল মান্না ও ভাইস চেয়ারম্যান হলেন সুপ্রকাশ গিরি। এ দিন কাঁথি পুরসভার সভাগৃহে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান কাঁথির মহকুমা শাসক আদিত্য মোহন বিক্রম হিরানী। পৌরসভা নির্বাচনে জয়ের পর কাঁথি পৌরসভা অধিকারী গড় থেকে ছিনিয়ে নেয় তৃণমূলের অখিল সুপ্রকাশরা। ২১টা ওয়ার্ডের মধ্যে তৃণমূল কংগ্রেসের অধীনে যায় ১৭টি ওয়ার্ড, বাকি ৩টি বিজেপি ও ১টি নির্দল পায়। তবে অধিকারীর অধিনে থাকা কালীন কাঁথি পৌরসভার কোনো উন্নতি হয়নি বলে দাবি করে তৃণমূলের নেতৃত্ব রা। এবার নতুন করে কাঁথি পৌরসভার দায়িত্বে অধিকারী পরিবারের কেউ না থাকছে না,তাই উন্নয়নের জোয়ার আনবে অধিকারি হীন নতুন বোর্ড। CONTINUE READING

    আসানসোল লোকসভার উপ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে সতুঘ্ন সিন্হার নাম ঘোষনা করেছে তৃনমূল।

    সাধ্য বাড়ির খাবার খেয়ে এক ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গাজোল থানার কদুবাড়ি এলাকায়।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments