More
    Homeরাজ্যকবে বেরোবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল? জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী

    কবে বেরোবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল? জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী

     
     
    এ বছরের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক এর ফল প্রকাশিত হতে চলেছে লোকসভা ভোটের মাঝখানে। মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বৃহস্পতিবার ফল প্রকাশের দিন ঘোষণা করেন মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে ২রা মে এবং উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হবে ৮ই মে ।বোর্ড সূত্রের খবরে জানা যায় যে মাধ্যমিকের ফল প্রকাশিত হচ্ছে ৭০ দিনের মাথায় এবং উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হচ্ছে ৮০ দিনের মাথায়। ঐদিন থেকেই পরীক্ষার্থীরা তাদের মার্কশিট পাবে।
     
     ২রা মে পর্ষদ ওয়েবসাইটে ফল প্রকাশ করবেন এবং ওইদিন নিজ নিজ স্কুল থেকে পরীক্ষার্থীরা তাদের মার্কশিট সংগ্রহ করতে পারবে। সাংবাদিক বৈঠকের মাধ্যমে পর্ষদ ঐদিন ফল প্রকাশ করবেন। এই বছরে ২রা ফেব্রুয়ারি থেকে ১২ ই ফেব্রুয়ারি পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা হয়। মে মাসের প্রথম দিকেই ফল প্রকাশের ঘোষণার সিদ্ধান্ত নিচ্ছিল পর্ষদ যার চূড়ান্ত দিন প্রকাশিত হয় বৃহস্পতিবার।
     
     মাধ্যমিকের ফলে ঠিক এক সপ্তাহ পরে উচ্চ ৮ই মে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত হবে। ঐদিন সংসদের ওয়েবসাইট থেকেও যেমন ফল দেখতে পাওয়া যাবে, সেরকম পরীক্ষার্থীরা সেদিন থেকে মার্কশিট ও হাতে পাবে। যদিও ২রা মে এবং৮ই মের মাঝে ৭ই মে তৃতীয় দফা ভোট রয়েছে যা নিয়ে মনে করা হচ্ছে যে মার্কশিট আনতে গিয়ে ছাত্র-ছাত্রীরা হয়তো কোনো অসুবিধার মুখে পড়তে পারে। কারণ স্কুলগুলিতে ভোটের কেন্দ্র হওয়ার সঙ্গে সঙ্গে সেখানে সেনা জওয়ানদের থাকার ব্যবস্থাও করা হয়েছে।যদিও পর্ষদ থেকে আশ্বস্ত করা হয়েছে যে নির্দিষ্ট দিনে মার্কশিট আনতে গেলে ছাত্র-ছাত্রীদের কোনরকম অসুবিধার মুখে পড়তে হবে না।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments