More
    Homeরাজ্য'করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এলেই মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন ঘোষণা করা হবে': শিক্ষামন্ত্রী ব্রাত্য...

    ‘করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এলেই মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন ঘোষণা করা হবে’: শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

    মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল করা হয়নি। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এলেই পরীক্ষার দিন ঘোষণা করা হবে। বৃহস্পতিবার বিকাশ ভবনে সাংবাদিক বৈঠকে একথাই জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

    পিছিয়ে গিয়েছে সিবিএসসি ও আইসিএসসির দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। এর মধ্যেই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের সমস্ত বিদ্যালয়ে সেফ হোম করা হবে। সেইমতো প্রত্যেক জেলা শাসককে নির্দেশ দেওয়াও হয়েছে। সেই অবস্থায় দাঁড়িয়ে কীভাবে হবে রাজ্যে মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পরীক্ষা? তা নিয়ে নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল পরীক্ষার্থীদের মধ্যে।

    করোনাভাইরাস থেকে সেরে ওঠার পর বৃহস্পতিবার শিক্ষা দফতরের দায়িত্ব নেন ব্রাত্য বসু। তারপরই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক নিয়ে বৈঠক করেন তিনি। বৈঠকে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং উচ্চ শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাসকে ডাকা করা হয়। বৈঠকে থাকবেন স্কুলশিক্ষা সচিব মণীশ জৈনও। করোনা পরিস্থিতির মধ্যে কীভাবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে, সে বিষয়ে বিভিন্ন স্তরে যে আলোচনা হয়েছে। তারপরই রাজ্যের নতুন শিক্ষামন্ত্রী জানিয়েছেন, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এলেই পরীক্ষার দিন ঘোষণা করা হবে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments